আকাইদে আচরণগত দিকে আলোচিত হয়—
‘আল জুদাইরি ওয়াল হাসবাহ' গ্রন্থখানা কোন বিষয়ক?
মুনাফিকরা চিরকাল জাহান্নামের আগুনে জ্বলবে, কারণ তারা-
লোকে বলে, খাজা বাবার দরবারে, কেউ ফিরে না খালি হাতে। এখানে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে?
রাসুল (স.)-কে বিশ্বাস করা-
সাম্প্রদায়িক সম্প্রীতি বিকাশ ঘটায়-
হাদিস সংকলনে স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে যার অবদান তিনি হলেন-
হাসনাত পণ্যদ্রব্যের মিথ্যা প্রচারণা চালায়, তার এ কাজটি হচ্ছে—
সঞ্জীব বাথরুম ব্যবহারের সময় প্রথমে টিস্যু এবং পরে পানি ব্যবহার করে। এর ফলে সে অর্জন করবে-
i. দৈহিক পবিত্রতা
ii. পোশাকের পবিত্রতা
iii. পরিবেশের পবিত্রতা
নিচের কোনটি সঠিক?
ইয়ামামার যুদ্ধে ৭০ জন কুরআনের হাফিজ শাহাদতবরণ করেন। এতে হযরত উমর (রা.) উদ্বিগ্ন হয়ে পড়েন। তাঁর উদ্বিগ্ন হওয়ার কারণ-
এরিস্টটলের ধর্মতত্ত্ব আরবিতে অনুবাদ করেন কে?
হযরত মুহাম্মদ (স.) হযরত আলি (রা.)-কে ‘আসাদুল্লাহ' উপাধিতে ভূষিত করেন, কারণ তিনি ছিলেন —
i. শৌর্যবীর্যের অধিকারী
ii. জ্ঞানের ধারক ও বাহক
iii. অসীম সাহসী
ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানের মনোভাব পরিহার করে?
হযরত উসমান (রা.) কর্তৃক কুরআনের পুনঃসংকলনের কারণ কী ছিল ?
পারিশ্রমিকের বিনিময়ে অন্যের কাজ করে শ্রমের মূল্য গ্রহণ করা-
জাহির একজন ধনী লোক। সে মাঝে মধ্যে সালাত, সাওম পালন করে। কিন্তু হজ পালন করাকে সে অস্বীকার করে। সুতরাং সে হবে-
জামাল সাহেবের কর্মকাণ্ডে কী ফুটে উঠেছে ?
কামালের কর্মকাণ্ডে অর্জিত হবে-
i. রাসুলের আদর্শ
ii. ইমানের পূর্ণতা
iii. আল্লাহর সন্তুষ্টি
রিফাতের কর্মকাণ্ডে আখলাকে যামিমার কোন বিষয়টি ফুটে উঠেছে?
সিফাতের কর্মকাণ্ড কিসের শামিল?