"মুজামুল বুলদান' কোন শাস্ত্রের গ্রন্থ?
জনাব শফিক পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে শহরের রাস্তাঘাট মেরামত ও শহরের মানুষের খোঁজখবর নেওয়ার জন্য গভীর রাতে ঘুরে বেড়ান। তার এ কাজ কোন খলিফার কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ?
জনাব শফিকের কাজের মাধ্যমে প্রকাশ পেয়েছে—
i. দায়িত্বশীলতা
ii. প্রজাবাৎসল্য
iii. স্বার্থপরতা
নিচের কোনটি সঠিক?
'হুজ্জাতুল ইসলাম' নামে প্রসিদ্ধ ছিলেন কোন মনীষী?
খলিফা নির্বাচিত হওয়ার পর আবু বকর (রা.) বিভিন্ন সমস্যা কঠোর হস্তে দমন করেন। এ কাজে তার চরিত্রে কোন গুণটি ফুটে উঠেছে?
স্বদেশপ্রেম প্রকাশ পায়-
i. কৃষিকাজের মাধ্যমে
ii. জনসেবার মাধ্যমে
iii. শিক্ষা প্রসারের মাধ্যমে
উক্ত লোকদের বক্তব্যে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে?
এ ধরনের বিশ্বাসে পূর্ণতা লাভ করবে—
শরিয়তের প্রথম উৎস কোনটি?
নুমান শুক্রবারে সুন্দর জামাকাপড় পরে জুমার নামায আদায় করতে মসজিদে যায়। কিন্তু এক সুযোগে অন্যের দামি জুতা নিয়ে বের হয়ে আসে। নুমানের 1 ইবাদতের পদ্ধতিটি কোন হাদিসের শিক্ষা পরিপন্থি?
হযরত আবু বকর (রা.) সাহাবিদের পরামর্শে কুরআন সংকলনের কাজটি সম্পন্ন করেন। তাঁর এ কাজটি হচ্ছে—
'তাওরাত' কোন নবির ওপর নাজিল হয়?
জানাজার নামায পড়া-
কুরবানি করা হজের জন্য-
কুফর মানুষের মধ্যে জন্ম দেয়—
i. অকৃতজ্ঞতা
ii. কপটতা
iii. অবাধ্যতা
কারও অনুপস্থিতিতে দুর্নাম করাকে বলে—
জনৈক সাংবাদিক তার পত্রিকায় সত্য ও ন্যায়ের পক্ষে এবং অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে লিখে মানুষকে সঠিক পথে আনার চেষ্টা করেন। সাংবাদিকের এরূপ প্রচেষ্টা হলো-
কোন গুণটি আখলাকে হামিদার অন্তর্ভুক্ত ?
আরবদের সংস্কৃতি চর্চার মাধ্যমে ছিল—
রসায়নশাস্ত্রের জনক কে ?