"আপনি কুরআন-আবৃত্তি-করুন ধীরে ধীরে সুস্পষ্টভাবে -এই আয়াত দ্বারা কী বুঝানো হয়েছে?
লাবিব সবার সাথে মিথ্যা বলে এবং সুযোগ বুঝে প্রতারণা করে। এ ধরনের স্বভাব নিচের কোনটির মধ্যে পড়ে?
আফজাল সাহেব একজন চক্ষু বিশেষজ্ঞ। তিনি এ বিষয়ে প্রচুর গবেষণা করেন। তার সাথে কোন মনীষীর তুলনা করা যায়?
কুরআন পঠনরীতি নিয়ে মুসলমানদের মধ্যে দ্বন্ধের কথাটি কে হযরত উসমান (রাঃ) কে অবহিত করেন?
সরকারিভাবে সর্বপ্রথম হাদিস সংকলনের উদ্যোগ গ্রহণ করেন কে?
রাসুল (সাঃ) কে সান্ত্বনা দিয়ে নিচের কোন সুরাটি নামিল করা হয়েছে?
শ্রেণিতে সবাই একমত হলো আবদুল্লাহকে শ্রেণি ক্যাপ্টেন বানাবে। এ ধরনের সিদ্ধান্তের সাথে নিচের কোন বিষয়ের মিল রয়েছে?
"পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন।" এ কথা দ্বারা কোন বিষয়কে উদ্দেশ্য করা হয়েছে?
ভূগোলশাস্ত্রের প্রামাণ্য গ্রন্থ কোনটি?
"সকল মানুষই আদম (আঃ) এর বংশধর"-এ কথা দ্বারা কী বুঝানো হয়েছে?
কখন শয়তানকে কংকর নিক্ষেপ করতে হয় ?
একজন অধীনস্থ কর্মচারীকে দৈনিক কতবার ক্ষমা করা যেতে পারে?
আশরাফ সাহেব নিজস্ব গাড়িতে ঢাকায় যাচ্ছিলেন। কুমিল্লা যাওয়ার পর ড্রাইভারকে বললেন, "আপনি একটু বিশ্রাম নিন, এবার আমি চালাই।" আশরাফ সাহেবের এ কাজের সাথে কোন খলিফার কাজের সাদৃশ্য রয়েছে?
"আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই, যাও তোমরা মুক্ত স্বাধীন"-রাসুল (সঃ) এর উক্তিটি দ্বারা কী বুঝানো হয়েছে?
রহিম সাহেব মাস শেষে কর্মচারীদেরকে যথা সময়ে বেতন পরিশোধ করেন। ফলে তার কারখানা দিন দিন উন্নতি করছে। রহিম সাহেবের কাজে কী ফুটে উঠেছে?
রায়হানদের বাসায় একজন ইয়াতিম ছেলে সাহায্যের জন্য আসলে তার মা বকা দিয়ে তাড়িয়ে দেন।
রায়হানের মায়ের আচরণের ফলে তিনি-
i. সমাজে ঘৃণিত হবেন
ii. কাফির ও মুনাফিকদের বৈশিষ্ট্যের অধিকারী হবেন
iii. আখিরাতে শাস্তি পাবেন
নিচের কোনটি সঠিক?
'ক' এর মানসিকতায় প্রকাশ পেয়েছে-
'খ' এর কাজের ফলে-
i. নিজেকে স্বাবলম্বী করতে পারবে
ii. সমাজে সম্মানজনকভাবে বাঁচতে পারবে
iii. সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হবে
কীসের মাধ্যমে ইমানের বহিঃপ্রকাশ ঘটে?