কাদীর অর্থ কী?
সালাম শব্দের অর্থ কী?
শাহাদত অর্থ কী?
কোন খলিফা ইমাম আবু হানিফা (র.)-কে বিষ প্রয়োগে হত্যা করেন?
আল-মোকাদ্দাসী কত বছর পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছিলেন?
মহানবি (স.) শান্তিকামী উৎসাহী যুবকদের নিয়ে কী গঠন করেন?
'কিতাবুল মানাযির' কে রচনা করেছিলেন?
“বাহ্য পদার্থ থেকেই আমাদের চোখে আলোকরশ্মি প্রতিফলিত হয়, চোখ থেকে বের হওয়া আলো বাহ্য পদার্থকে দৃষ্টিগোচর করায় না।” এটা কে প্রমাণ করেন?
মাধ্যাকর্ষণ শক্তির প্রথম আবিষ্কারক-
ফিরদাউস আল-হিকমাহ ফিত-তিব্ব” গ্রন্থখানা কে রচনা করেন?
কিতাবুল জিবার গ্রন্থখানি কোন বিষয়ের ওপরে রচিত?
হযরত উমর (রা.) নিজের কাঁধে আটার বস্তা নিয়ে ক্ষুধার্ত শিশুর তাবুতে যেতেন; কারণ-i. নিজ দায়িত্ব পালনের অংশ হিসেবেii. আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়েiii. ক্ষুধার্ত শিশুর ক্ষুধা দূর করার জন্য
নিচের কোনটি সঠিক?
হযরত উমর (রা.) নির্মাণ করেন—i. মসজিদii. হাসপাতালiii. বিদ্যালয়
হযরত উমর (রা.) আমলে যে ধরনের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল-i. গণতান্ত্রিকii. স্বৈরতান্ত্রিকiii. জবাবদিহিতামূলক
হযরত উমর (রা.) আইনের ব্যাপারে ছিলেন—
i. বজ্রের মতো কঠোর
ii. পুষ্পের ন্যায় কোমল
iii. শেয়ালের ন্যায় ধূর্ত
হযরত উমর (রা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য—i. কোমল প্রকৃতিরii. কঠোর প্রকৃতিরiii. কোমল ও কঠোরের সংমিশ্রণ
রাফিদ হযরত আলির (রা.) মত সুন্দর জীবনযাপন করতে চায়। এ ক্ষেত্রে তার প্রধান কাজ হলো-
i. ইসলামি জ্ঞানচর্চা করাii. প্রয়োজনে সংসার ত্যাগ করাiii. পরিশ্রম করে জীবিকা নির্বাহ করা
শিক্ষাক্ষেত্রে মুসলমানগণ যে অবদান রেখে গেছেন তা অন্যান্য জাতির জন্য—i. ঈর্ষার বিষয়ii. বিস্ময়ের বিষয়iii. গৌরবের বিষয়
‘বায়তুল হিকমার অবদান-i. গবেষণার বিস্তৃতিii. অনুবাদ কার্যাবলিiii. মৌলিক গ্রন্থ প্রণয়ন
ইবনে জারির তাবারির অবদান-i. ইতিহাস শাস্ত্রেii. ফিকাহশাস্ত্রেiii. তাফসির শাস্ত্রে