সূরা আল-ইনশিরাহ্ কুরআনের কততম সূরা?
হযরত মুহাম্মদ (স.)-কে সান্ত্বনা প্রদানের উদ্দেশ্যে আল্লাহ তায়ালা কোন সূরা অবতীর্ণ করেন?
'বিজরুন' শব্দের অর্থ কী?
পার্থিব প্রয়োজনীয় কাজ করার পাশাপশি আল্লাহর ইবাদত ও স্মরণে আত্মনিয়োগ করতে হবে, এটি কোন সূরার শিক্ষা?
“নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে” – একথা কোন সূরায় বলা হয়েছে?
সত্য ও ন্যায় উপলব্ধি করার জন্য আন্তরিকতা ও নিষ্ঠার সাথে প্রচেষ্টা চালালে আল্লাহ তাঁর জন্য কী উন্মুক্ত করে দেন?
“বিদ্যার্জনে ও জ্ঞান আহরণে যথার্থভাবে ব্রতী হলে জ্ঞানের দ্বার তাঁর জন্য অবারিত হয়।” – কোন সূরার শিক্ষা?
“জীবনের প্রতিটি মুহূর্ত অতি মূল্যবান”- এটা কোন সূরার শিক্ষা?
আব্দুস সালাম একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। জান্নাতে শহিদদের সাথে অবস্থান করতে হলে অবশ্যই তাকে—
i. সততার সাথে ব্যবসায় করতে হবে
ii. ওজনে বেশি প্রদান করতে হবে
iii. বিশ্বাসী ব্যবসায়ী হতে হবে
নিচের কোনটি সঠিক?
সাদকা হচ্ছে-i. দারিদ্র্য বিমোচনের একটি উপায়ii. গরিব-দুঃখীকে সেবাদানের একটি মাধ্যমiii. শরিয়তসম্মত একটি নফল ইবাদত
সফিক একটি জটিল সমস্যায় পড়ল। কিন্তু সে এর সমাধান কুরআন ও সুন্নাহর কোথাও পেল না। এমনকি আলিমগণও এ ব্যাপারে কোনো মতামত দেন নি। অর্থাৎ বিষয়টি অতি সাম্প্রতিক। অতএব শফিক-
i. কিয়াস করবেii. নিজে যা ভালো মনে করে তা করবেiii. বিদআত মনে করে চুপ থাকবে
ইমামগণ কিয়াস গ্রহণ করতেন—
i. তিনটি নীতিমালার ভিত্তিতেii. চারটি নীতিমালার ভিত্তিতেiii. কুরআন ও হাদিসের পরিপন্থি নয় এমন বিষয়ে
রাসুল (স.) বলেন, “মুসলিমগণ যা ভালো মনে কর, তা আল্লাহর নিকটও ভালো।” এ হাদিস ইঙ্গিত করে—i. ইজমার দিকেii. কিয়াসের দিকেiii. শরিয়তের তৃতীয় উৎসের দিকে
মুসলমানগণ যা ভালো মনে করে, তা আল্লাহর নিকট ভালো। এ হাদিসে ইঙ্গিত করা হয়েছে—i. মুসলমানদের ঐকমত্যের প্রতিii. মুসলমানদের বৈশিষ্ট্যের প্রতিiii. মুসলমানদের ইজমা গ্রহণযোগ্য হওয়ার প্রতি
“অতএব হে জ্ঞানিগণ তোমরা উপদেশ গ্রহণ কর।” এ আয়াতটিতে 'উপদেশ গ্রহণ কর' বলে ইঙ্গিত করা হয়েছে-i. কুরআনের ব্যাখ্যার প্রতিii. নিজ বিচারবুদ্ধি প্রয়োগের প্রতিiii. কিয়াস করার প্রতি
হালাল বস্তুর উপকারিতা হলো-i. অন্তরে নূর সৃষ্টি করেii. অন্যায় ও অসৎ চরিত্রের প্রতি ঘৃণাবোধ জন্মায়iii. মানুষের মধ্যে সৎ গুণাবলি বৃদ্ধি করে
উদ্দীপকে রাসুল (স.) যে দুটি বিষয়ের কথা বলেছেন, তা দ্বিতীয়টিকে বলা হয়-
উদ্দীপকে রাসুল (স.) যে দুটি বিষয়ের কথা বলেছেন, ত প্রথমটি একজন মুসলিমকে শিখতে হবে—
i. দুনিয়ার কল্যাণের জন্যii. আখিরাতের কল্যাণের জন্যiii. অর্থনৈতিক কল্যাণের জন্য
ইমান ও কুফরের পার্থক্যকারী কোনটি?
“যাকাত ইসলামের সেতু”- এটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে?