আব্দুস সালাম একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। জান্নাতে শহিদদের সাথে অবস্থান করতে হলে অবশ্যই তাকে—
i. সততার সাথে ব্যবসায় করতে হবে
ii. ওজনে বেশি প্রদান করতে হবে
iii. বিশ্বাসী ব্যবসায়ী হতে হবে
নিচের কোনটি সঠিক?
ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণের বর্ণনা রয়েছে কোন সূরায়?
রায়হানদের বাসায় একজন ইয়াতিম ছেলে সাহায্যের জন্য আসলে তার মা বকা দিয়ে তাড়িয়ে দেন।
রাফিদ হযরত আলির (রা.) মত সুন্দর জীবনযাপন করতে চায়। এ ক্ষেত্রে তার প্রধান কাজ হলো-
i. ইসলামি জ্ঞানচর্চা করাii. প্রয়োজনে সংসার ত্যাগ করাiii. পরিশ্রম করে জীবিকা নির্বাহ করা
"আমি উত্তম চারিত্রিক গুণাবলিকে পূর্ণতা দানের জন্যই প্রেরিত হয়েছি।” কোন গ্রন্থ থেকে উদ্ধৃত ?
পবিত্র কুরআন অল্প অল্প করে নাজিল হওয়ার কারণ কী?