বিক্রয়িকতা হচ্ছে-
i. জন্মগত
ii. শিক্ষালব্ধ
iii. উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত
নিচের কোনটি সঠিক?
বিক্রয়কর্মীর নৈতিক গুণাবলি হলো-
i. সততা
ii. বিশ্বস্ততা
iii. আন্তরিকতা
উদ্দীপকে যে গুণাবলির উপস্থিতি নেই তা হলো-
i. নৈতিক গুণাবলি
ii. শারীরিক গুণাবলি
iii. সামাজিক গুণাবলি
বিক্রয়িকতার গুণাবলি হলো-
i. ক্রেতাগত
ii. জন্মগত
iii. শিক্ষালব্ধ
জনাব সৌমিত্র 'অনিন্দ সুপার শপ' এ বিক্রয়কর্মী হিসেবে চাকরি করছেন। তিনি আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী, আত্মবিশ্বাসী, উদ্যমী ও আশাবাদী একজন মানুষ। তাছাড়া মার্জিত আদব-কায়দা ও মিশুক স্বভাবের কারণে তার সুনাম রয়েছে। ফলে বছর না ঘুরতেই তিনি এখন ফ্লোর ইন চার্জের দায়িত্ব পেয়েছেন।
বিক্রয়কর্মী হিসেবে জনাব সৌমিত্রের কোন ধরনের গুণাবলির কথা উল্লেখ করা হয়েছে?
i. পেশাগত
ii. মনস্তাত্ত্বিক
iii. সামাজিক
মিসেস সেজুতি সুন্দর ডিজাইনের প্লাস্টিক ব্যাগ তৈরি করে নিজেই প্রতিবেশী ও পরিচিতজনদের কাছে বিক্রয় করেন। এতে অল্পদিনেই তার ব্যাগের সুখ্যাতি ছড়িয়ে পড়ে এবং তার ব্যাগের চাহিদা যথেষ্ট বৃদ্ধি পায়।
মিসেস সেজুতির বিক্রয় প্রচেষ্টা কোন ধরনের প্রসার কার্যক্রম?
i. বিক্রয় কৌশল
ii. উৎপাদনকারীকে প্ররোচিত করার কৌশল
iii. সহকর্মীদের প্ররোচিত করার কৌশল
ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে সময়ের ব্যবধানে গ্রাহকদের নিকট পণ্যের গুণাবলি ও উপযোগিতা পরিবেশনের মাধ্যমে বিক্রয়কর্মীরা সৃষ্টি করে-
i. সময়গত উপযোগ
ii. স্থানগত উপযোগ
iii. তথ্যগত উপযোগ