প্রতিষ্ঠানের বিন্যাসকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়-
i. বরাদ্দকৃত স্থানের ভিত্তিতে
ii. প্রক্রিয়ার ধরনের ভিত্তিতে
iii. প্রতিষ্ঠানের আয়তনের ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
প্রয়োজন অনুযায়ী পণ্য বিন্যাস হতে পারে-
i. L, O আকার
ii. U, S আকার
iii. U, V আকার
স্থির অবস্থান বিন্যাস প্রযোজ্য-
i. অত্যন্ত বড় পণ্যের ক্ষেত্রে
ii. ভারি পণ্যের ক্ষেত্রে
iii. ঝুঁকিপূর্ণ পণ্যের ক্ষেত্রে
খুচরা বিক্রয়কেন্দ্র বিন্যাসে বিবেচনা করা হয়-
i. ক্রেতার বয়স ও লিঙ্গ
ii. ক্রেতার সামাজিক অবস্থান
iii. ক্রেতার অর্থনৈতিক অবস্থান
গুদাম বিন্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ-
i. কর্মীদের চলাচলের জন্য
ii. পণ্যের আগমনের জন্য
iii. পণ্যের নির্গমনের জন্য
গাজী সুগার মিলস্-এর প্রচলিত বিন্যাস ব্যবস্থায় স্তূপীকৃত হওয়া অবাঞ্ছনীয়-
i. কাঁচামালের
ii. উৎপাদিত পণ্যের
iii. প্যাকেটজাত পণ্যের
মেশিন বন্ধ রাখায় মক্কা ট্রেডার্সের-
i. উৎপাদন ক্ষমতা হ্রাস পেয়েছে
ii. আয় বৃদ্ধি পেয়েছে
iii. মেশিন কার্যকারিতা হ্রাস পেয়েছে
জহিরের ব্যবসায়ের আলোকে স্থির বিন্যাসের বৈশিষ্ট্যগুলো হলো-
i. উপকরণের সন্নিবেশন
ii. ধারাবাহিক কার্য সম্পাদন
iii. শৈল্পিক কার্যাবলি সম্পাদন
পণ্যবিন্যাসের ফলে অপচয় রোধ করা সম্ভব হয়-
ii. শ্রমের
iii. উৎপাদিত পণ্যের
একই ধরনের পণ্য উৎপাদনের জন্য পণ্যবিন্যাসে সম্পাদিত কাজের মাঝে-
i. সাদৃশ্য পরিলক্ষিত হয়
ii. বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়
iii. অভিন্নতা পরিলক্ষিত হয়