জনসংখ্যাগত পরিবেশ বলতে বোঝায়-
i. জনসংখ্যার আয়তন ও ঘনত্ব
ii. বয়স ও লিঙ্গ
iii. জাতি ও অবস্থান
নিচের কোনটি সঠিক?
কেন বাজারজাতকরণ পরিবেশ অধ্যয়ন গুরুত্বপূর্ণ?
i. সরলতা ও দুর্বলতা চিহ্নিত করা
ii. প্রতিযোগী মোকাবিলা করা
iii. সমস্যা পূর্বানুমান করা
ভোক্তার ক্রয়ক্ষমতা ও জীবনধাঁচ নির্ভর করে-
i. সঞ্চয়ের অভ্যাস ও প্রকৃতির ওপর
ii. মুদ্রাস্ফীতির ওপর
iii. আবহাওয়া ও জলবায়ুর ওপর
মিস ইভার কোম্পানির ব্যষ্টিক পরিবেশের অন্তর্গত উপাদান হলো-
i. সরবরাহকারী
ii. প্রতিযোগী
iii. সামাজিক সংগঠন
জনাব শাহাদাত কর্তৃক সামষ্টিক পরিবেশের উপাদানগুলো নিয়ন্ত্রণ করতে না পারার কারণ হলো-
i. প্রতিষ্ঠানের কার্যক্রমকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে
ii. উপাদানগুলো প্রতিষ্ঠানের বাইরে অবস্থান করে
iii. উপাদানগুলোর প্রভাব পূর্বানুমান করা যায় না
সাংস্কৃতিক পরিবেশের অন্তর্গত উপাদান হলো-
i. বিশ্বাস ও মূল্যবোধ
ii. জীবনযাত্রার মান
iii. আচার-আচরণ
অর্থনৈতিক পরিবেশের অন্তর্গত উপাদান হলো-
i. জনগণের আয়
ii. ভোগের ধরন
iii. বনজ সম্পদ
প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত উপাদান হলো-
i. রীতিনীতি
ii. আবহাওয়া
iii. খনিজসম্পদ
প্রযুক্তিগত পরিবেশের কল্যাণে সৃষ্ট উপকরণ হচ্ছে-
i. আলো ও অক্সিজেন
ii. স্নায়ুগ্যাস ও এ.কে ৪৭
iii. মোবাইল ফোন