জনসংখ্যাগত পরিবেশ বলতে বোঝায়-
i. জনসংখ্যার আয়তন ও ঘনত্ব
ii. বয়স ও লিঙ্গ
iii. জাতি ও অবস্থান
নিচের কোনটি সঠিক?
পরিবেশের যে উপাদানগুলো ভোক্তার ক্রয়-ক্ষমতা ও ব্যয়ের ধরনকে প্রভাবিত করে তাকে কী বলে?
কেন বাজারজাতকরণ পরিবেশ অধ্যয়ন গুরুত্বপূর্ণ?
i. সরলতা ও দুর্বলতা চিহ্নিত করা
ii. প্রতিযোগী মোকাবিলা করা
iii. সমস্যা পূর্বানুমান করা
ভোক্তার ক্রয়ক্ষমতা ও জীবনধাঁচ নির্ভর করে-
i. সঞ্চয়ের অভ্যাস ও প্রকৃতির ওপর
ii. মুদ্রাস্ফীতির ওপর
iii. আবহাওয়া ও জলবায়ুর ওপর
'মুদ্রাস্ফীতি' বিপণনের সামষ্টিক পরিবেশের কোন উপাদানের অন্তর্গত?
মিস ইভার কোম্পানির ব্যষ্টিক পরিবেশের অন্তর্গত উপাদান হলো-
i. সরবরাহকারী
ii. প্রতিযোগী
iii. সামাজিক সংগঠন
বিমান কোন কোন পরিবেশের অন্তর্গত উপাদান?
জনাব শাহাদাত কর্তৃক সামষ্টিক পরিবেশের উপাদানগুলো নিয়ন্ত্রণ করতে না পারার কারণ হলো-
i. প্রতিষ্ঠানের কার্যক্রমকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে
ii. উপাদানগুলো প্রতিষ্ঠানের বাইরে অবস্থান করে
iii. উপাদানগুলোর প্রভাব পূর্বানুমান করা যায় না
আল আমিনের কাঙ্ক্ষিত বাজার না পাওয়ার কারণ কী?
সাংস্কৃতিক পরিবেশের অন্তর্গত উপাদান হলো-
i. বিশ্বাস ও মূল্যবোধ
ii. জীবনযাত্রার মান
iii. আচার-আচরণ
অর্থনৈতিক পরিবেশের অন্তর্গত উপাদান হলো-
i. জনগণের আয়
ii. ভোগের ধরন
iii. বনজ সম্পদ
ভোক্তার আয় ও ক্রয়ক্ষমতা কোন ধরনের বিপণন পরিবেশের উপাদান?
কোনটি সামষ্টিক পরিবেশের উপাদান?
প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত উপাদান হলো-
i. রীতিনীতি
ii. আবহাওয়া
iii. খনিজসম্পদ
কী কারণে উৎপাদন ও বিপণন বাধাগ্রস্ত হয়?
বর্তমান সময়ের সবচেয়ে কৌতূহলপ্রবণ ও নাটকীয় শক্তি কী?
নতুন নতুন পণ্য ও বাজার সৃষ্টি কোন পরিবেশের ভূমিকা অগ্রগণ্য?
ইকরা ফার্মা লিমিটেড সারা বিশ্বেই তাদের ওষুধ বিক্রি করে। তবে যেসব দেশে অত্যধিক গরমে ওষুধ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সেসব দেশে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। কার্যক্রমটি কোন পরিবেশের অন্তর্গত?
প্রযুক্তিগত পরিবেশের কল্যাণে সৃষ্ট উপকরণ হচ্ছে-
i. আলো ও অক্সিজেন
ii. স্নায়ুগ্যাস ও এ.কে ৪৭
iii. মোবাইল ফোন
আমদানি-রপ্তানি বাণিজ্য কোন পরিবেশ দ্বারা প্রভাবিত হয়?