স্থির বিন্যাস সাধারণত ব্যবহৃত হয় –
i. জাহাজ নির্মাণ শিল্পে
ii. বড় ধরনের ইঞ্জিন প্রতিস্থাপন শিল্পে
iii. তেলকূপ খনন শিল্পে
নিচের কোনটি সঠিক?
স্থির বিন্যাসের কার্যক্ষেত্র অত্যন্ত –
i. প্রসারিত
ii. সীমিত
iii. সংকীর্ণ
প্রসেস লে-আউট বেশি প্রয়োগ করা হয়-
i. বৃহৎ নির্মাণ প্রকল্প
ii. ফ্রন্ট অফিসে
iii. জব উৎপাদন
অফিস বিন্যাসের মতবাদগুলো হলো-
i. গতানুগতিক বিন্যাস
ii. সক্রিয়তা স্থাপন
iii. যান্ত্রিক কটেজ
কোন বিন্যাসে পণ্য ও প্রক্রিয়া উভয়ভাবে যন্ত্রপাতি বিন্যাস করা হয়?
কোনটি ফ্যাক্টরি লে-আউট?
পণ্য বিন্যাসে কোন ধরনের আকার অনুসরণ করা হয়?
বয়ন শিল্পের জন্য কোন ধরনের লে-আউট সর্বাধিক উপযোগী?
কার্যকর লে-আউট কোন কাজটি নিশ্চিত করে?
প্রোডাক্ট লে-আউটে কত প্রকার বিন্যাস ব্যবহার করা হয়?
কোনটি ফ্যাক্টরি লে-আউটের অন্তর্ভুক্ত?
পদ্মা সেতু নির্মাণে কোন লে-আউট দরকার?
হোটেল বা মোটেল ব্যবসায় কোন ধরনের লে-আউট প্রয়োজন?
যে বিন্যাসে কার্যকেন্দ্র বা বিভাগগুলোকে একটি রেখার পথে স্থাপন করা হয় তাকে কী বিন্যাস বলে?
কোন ধরনের মতবাদে ব্যবস্থাপনা ও কর্মীদের জন্য পাশাপাশি স্থানে বরাদ্দ রাখা হয়?
প্রসেস লে-আউট বেশি প্রয়োগ করা হয় কোনটিতে?
হামিম গ্রুপ প্রোডাক্ট লে-আউট ব্যবহার করে। এটি কোন আকৃতির হয়?
এনা গ্রুপ গৃহ-নির্মাণ ব্যবসায়ের সাথে জড়িত। প্রতিষ্ঠানটি কোন লে- আউট ব্যবহার করবে?
জাহিদ একটি গার্মেন্টসে নিয়োজিত আছেন। গার্মেন্টসে কোন, লে- আউট ব্যবহৃত হয়?
অফিসের মধ্যে কাচ দ্বারা পার্টিশন দিলে তা কোন বৈশিষ্ট্যকে সমর্থন করে?