জনাব মিঠুন তার কোম্পানির সিরামিক সামগ্রী সুষ্ঠুভাবে বিপণনের •জন্য চট্টগ্রামের আগ্রাবাদে একটি আঞ্চলিক অফিস প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন এবং ৫,০০০ স্কয়ার ফিটের একটি দ্বিতল ভবন ভাড়া করেন। সেখানে তিনি সকল বিভাগ ও আসবাবপত্র সুবিন্যস্ত করে কার্যক্রম পরিচালনা করছেন।
জনাব মিঠুনের আঞ্চলিক অফিসটি কোন জাতীয় লে-আউটের সাথে সাদৃশ্যপূর্ণ?
লে-আউটের বৈশিষ্ট্য হলো –
i. ন্যূনতম নাড়াচাড়া
ii. স্থানের সর্বনিম্ন ব্যবহার
iii. নমনীয়তা
নিচের কোনটি সঠিক?
প্রসেস লে-আউট বেশি প্রয়োগ করা হয় –
i. বৃহৎ নির্মাণ প্রকল্পে
ii. ফ্রন্ট অফিসে
iii. কারখানায়
লে-আউটের সুবিধা হলো-
i. পণ্যের মান উন্নয়ন
ii. বণ্টন ব্যবস্থার উন্নয়ন
iii. প্রক্রিয়ার উন্নয়ন
শ্রমিকের দৃষ্টিকোণ থেকে লে-আউটের সুবিধা হলো-
i. নিরাপত্তা বৃদ্ধি
ii. দক্ষতা বৃদ্ধি
iii. ব্যয় সংকোচন
লে-আউটের বিবেচ্য বিষয় হলো-
i. যন্ত্রের প্রকৃতি
ii. পণ্যের প্রকৃতি
iii. বণ্টনের প্রকৃতি
ফ্যাক্টরি লে-আউটের অন্তর্ভুক্ত হলো-
i. প্রসেস
ii. অফিস
iii. প্রোডাক্ট
সার্ভিস লে-আউটের অন্তর্ভুক্ত হলো-
i. অফিস
ii. ওয়্যারহাউজ
i. ফিক্সড পজিশন
ii. প্রোডাক্ট
iii. রিটেইল
লে-আউটের উদ্দেশ্য হলো-
i. উৎপাদন প্রক্রিয়ার উন্নয়ন
ii. প্রমোশন প্রক্রিয়ার উন্নয়ন
iii. উৎপাদন নিয়ন্ত্রণ
ওয়্যারহাউজ লে-আউটের উদ্দেশ্য হলো-
i. পণ্য শনাক্তকরণ
ii. পণ্য স্থানান্তর
iii. যন্ত্রপাতি সুসজ্জিতকরণ
প্রসেস লে-আউটের সুবিধা হলো-
i. শ্রমবিভাগ প্রবর্তন
ii. অধিক স্থান ব্যবহার
iii. অধিক নমনীয়তা