নিচের কোন লে-আউট বিশেষজ্ঞতার নীতি অনুসরণ করে?
নিচের কোনটি লে-আউটের বৈশিষ্ট্যের বহির্ভূত?
নিচের কোন ক্ষেত্রে ফিক্সড পজিশন লে-আউট প্রযোজ্য?
ফিক্সড পজিশন লে-আউটে কোনটি স্থির থাকে?
কারখানার অভ্যন্তরে ভৌত সুবিধাসমূহ সুসজ্জিতকরণকে কোন ধরনের লে-আউট বলে?
কোন লে-আউটের উদ্দেশ্য সমজাতীয় যন্ত্রপাতিকে এক বিভাগে অন্তর্ভুক্ত করা?
সমজাতীয় পণ্যকে কাজের ক্রমানুসারে সাজানোকে কী বলে?
জনাব মিঠুন তার কোম্পানির সিরামিক সামগ্রী সুষ্ঠুভাবে বিপণনের •জন্য চট্টগ্রামের আগ্রাবাদে একটি আঞ্চলিক অফিস প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন এবং ৫,০০০ স্কয়ার ফিটের একটি দ্বিতল ভবন ভাড়া করেন। সেখানে তিনি সকল বিভাগ ও আসবাবপত্র সুবিন্যস্ত করে কার্যক্রম পরিচালনা করছেন।
জনাব মিঠুনের আঞ্চলিক অফিসটি কোন জাতীয় লে-আউটের সাথে সাদৃশ্যপূর্ণ?
'শাপলা শিপইয়ার্ড কোম্পানি' জাহাজ নির্মাণ শিল্প পরিচালনা করে। বিভিন্ন স্থান থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ নিয়ে বিলাসবহুল জাহাজ তৈরি করে প্রতিষ্ঠানটি যথেষ্ট সুনাম অর্জন করেছে। 'শাপলা শিপইয়ার্ড কোম্পানি' কোন ধরনের লে-আউট অনুসরণ করেছে?
লে-আউটের বৈশিষ্ট্য হলো –
i. ন্যূনতম নাড়াচাড়া
ii. স্থানের সর্বনিম্ন ব্যবহার
iii. নমনীয়তা
নিচের কোনটি সঠিক?
প্রসেস লে-আউট বেশি প্রয়োগ করা হয় –
i. বৃহৎ নির্মাণ প্রকল্পে
ii. ফ্রন্ট অফিসে
iii. কারখানায়
লে-আউটের সুবিধা হলো-
i. পণ্যের মান উন্নয়ন
ii. বণ্টন ব্যবস্থার উন্নয়ন
iii. প্রক্রিয়ার উন্নয়ন
শ্রমিকের দৃষ্টিকোণ থেকে লে-আউটের সুবিধা হলো-
i. নিরাপত্তা বৃদ্ধি
ii. দক্ষতা বৃদ্ধি
iii. ব্যয় সংকোচন
লে-আউটের বিবেচ্য বিষয় হলো-
i. যন্ত্রের প্রকৃতি
ii. পণ্যের প্রকৃতি
iii. বণ্টনের প্রকৃতি
ফ্যাক্টরি লে-আউটের অন্তর্ভুক্ত হলো-
i. প্রসেস
ii. অফিস
iii. প্রোডাক্ট
সার্ভিস লে-আউটের অন্তর্ভুক্ত হলো-
i. অফিস
ii. ওয়্যারহাউজ
i. ফিক্সড পজিশন
ii. প্রোডাক্ট
iii. রিটেইল
লে-আউটের উদ্দেশ্য হলো-
i. উৎপাদন প্রক্রিয়ার উন্নয়ন
ii. প্রমোশন প্রক্রিয়ার উন্নয়ন
iii. উৎপাদন নিয়ন্ত্রণ
ওয়্যারহাউজ লে-আউটের উদ্দেশ্য হলো-
i. পণ্য শনাক্তকরণ
ii. পণ্য স্থানান্তর
iii. যন্ত্রপাতি সুসজ্জিতকরণ
প্রসেস লে-আউটের সুবিধা হলো-
i. শ্রমবিভাগ প্রবর্তন
ii. অধিক স্থান ব্যবহার
iii. অধিক নমনীয়তা