স্থির বিন্যাসে প্রাথমিক পর্যায়ে বাড়তি ব্যয় হলেও পরবর্তীতে কোন ধরনের ব্যয় হ্রাস পায়?
ব্যবস্থাপনা ও কর্মীদের জন্য কোন ধরনের মতবাদে পাশাপাশি স্থান বরাদ্দ রাখা হয়?
অফিস সজ্জার ধারণার সম্প্রসারণকে কী বলে?
প্রতিষ্ঠানের পক্ষে যে কারণে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব তা হলো
i. আদর্শ বিন্যাস
ii. জটিল বিন্যাস
iii. সুবিন্যস্ত বিন্যাস
নিচের কোনটি সঠিক?
শিল্পকারখানার কর্মীদের কার্য পরিবেশ হওয়া উচিত-
i. পরিষ্কার-পরিচ্ছন্ন
ii. আনন্দময় ও স্বতঃস্ফূর্ত
iii. পর্যাপ্ত আলো-বাতাস সমৃদ্ধ
একটি উত্তম বিন্যাসে কার্যকেন্দ্রগুলো অবস্থান করে-
i. পাশাপাশি
ii. কম দূরত্বে
iii. বেশি দূরত্বে
বিন্যাসের প্রধান উদ্দেশ্য হলো-
i. সুন্দরভাবে কার্যসম্পাদন
ii. চাহিদার জন্য কার্যসম্পাদন
iii. স্বল্প সময়ে কার্যসম্পাদন
ফোরকান আল হামিদ একটি বহুজাতিক কোম্পানিতে কর্মরত আছেন। কোম্পানির কার্য পরিবেশ দেখে তিনি খুবই মুগ্ধ। এরূপ কার্য পরিবেশ বলতে বোঝায়-
i. সহজে চলাচলযোগ্য স্থান
ii. আলো-বাতাসযুক্ত স্থান
iii. কোলাহলপূর্ণ স্থান
প্রতিষ্ঠানে লে-আউট করা হয় মূলত প্রতিষ্ঠানে নিয়োজিত সকল উপকরণের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের পাশাপাশি-
i. কর্মদক্ষতা বৃদ্ধির জন্য
ii. উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য
iii. অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য
বিন্যাসের ডিজাইনের ক্ষেত্রে অর্থের প্রয়োজন হয় মূলত -
i. ডিজাইনকে সুন্দর করতে
ii. ডিজাইনকে আধুনিক করতে
iii. ডিজাইনকে গতানুগতিক করতে
সাধারণত যন্ত্রপাতি যে ধরনের হয়ে থাকে তা হলো-
i. ঝুঁকিহীন
ii. সংবেদনশীল
iii. ঝুঁকিপূর্ণ
উত্তম বিন্যাসের মাধ্যমে নিশ্চিত করা যায়-
i. আইনের যথাযথ ব্যবহার
ii. কাঁচামালের যথাযথ ব্যবহার
iii. স্থানের যথাযথ ব্যবহার
কিসের জন্য বিন্যাস ব্যবস্থা অপরিহার্য -
i. উৎপাদনশীল প্রতিষ্ঠানের জন্য
ii. অব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য
iii. সেবামূলক প্রতিষ্ঠানের জন্য
উত্তম বিন্যাস ব্যবস্থা দ্রব্য ও কাঁচামালের ধারাবাহিক-
i. আগমন নিশ্চিত করে
ii. যোগান নিশ্চিত করে
iii. প্রস্থান নিশ্চিত করে
একটি প্রতিষ্ঠানের উৎপাদন চক্রকে দীর্ঘায়িত করে-
i. উত্তম বিন্যাস
ii. খারাপ বিন্যাস
iii. অনুপযুক্ত বিন্যাস
প্রতিষ্ঠানের বিন্যাসকে ভাগ করা যায়-
i. প্রক্রিয়ার ধরনের ভিত্তিতে
ii. বরাদ্দকৃত স্থানের ভিত্তিতে
iii. প্রতিষ্ঠানের আয়তনের ভিত্তিতে
প্রয়োজন অনুযায়ী পণ্য বিন্যাস হতে পারে-
i. L, O আকার
ii. U, T আকার
iii. U, S আকার
উদ্দীপকের উত্তম বিন্যাসের কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে?
জনাব মিজানের বিন্যাসের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো-
i. কাঙ্ক্ষিত উৎপাদন
ii. উৎপাদন নিয়ন্ত্রণ
iii. অতিরিক্ত উৎপাদন
পণ্য বিন্যাসের মাধ্যমে অপচয় রোধ করা সম্ভব হয়-
i. শ্রমের
ii. কাঁচামালের
iii. উৎপাদিত পণ্যের