প্রতিষ্ঠানের পক্ষে যে কারণে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব তা হলো
i. আদর্শ বিন্যাস
ii. জটিল বিন্যাস
iii. সুবিন্যস্ত বিন্যাস
নিচের কোনটি সঠিক?
শিল্পকারখানার কর্মীদের কার্য পরিবেশ হওয়া উচিত-
i. পরিষ্কার-পরিচ্ছন্ন
ii. আনন্দময় ও স্বতঃস্ফূর্ত
iii. পর্যাপ্ত আলো-বাতাস সমৃদ্ধ
একটি উত্তম বিন্যাসে কার্যকেন্দ্রগুলো অবস্থান করে-
i. পাশাপাশি
ii. কম দূরত্বে
iii. বেশি দূরত্বে
বিন্যাসের প্রধান উদ্দেশ্য হলো-
i. সুন্দরভাবে কার্যসম্পাদন
ii. চাহিদার জন্য কার্যসম্পাদন
iii. স্বল্প সময়ে কার্যসম্পাদন
ফোরকান আল হামিদ একটি বহুজাতিক কোম্পানিতে কর্মরত আছেন। কোম্পানির কার্য পরিবেশ দেখে তিনি খুবই মুগ্ধ। এরূপ কার্য পরিবেশ বলতে বোঝায়-
i. সহজে চলাচলযোগ্য স্থান
ii. আলো-বাতাসযুক্ত স্থান
iii. কোলাহলপূর্ণ স্থান
প্রতিষ্ঠানে লে-আউট করা হয় মূলত প্রতিষ্ঠানে নিয়োজিত সকল উপকরণের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের পাশাপাশি-
i. কর্মদক্ষতা বৃদ্ধির জন্য
ii. উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য
iii. অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য
বিন্যাসের ডিজাইনের ক্ষেত্রে অর্থের প্রয়োজন হয় মূলত -
i. ডিজাইনকে সুন্দর করতে
ii. ডিজাইনকে আধুনিক করতে
iii. ডিজাইনকে গতানুগতিক করতে
সাধারণত যন্ত্রপাতি যে ধরনের হয়ে থাকে তা হলো-
i. ঝুঁকিহীন
ii. সংবেদনশীল
iii. ঝুঁকিপূর্ণ
উত্তম বিন্যাসের মাধ্যমে নিশ্চিত করা যায়-
i. আইনের যথাযথ ব্যবহার
ii. কাঁচামালের যথাযথ ব্যবহার
iii. স্থানের যথাযথ ব্যবহার
কিসের জন্য বিন্যাস ব্যবস্থা অপরিহার্য -
i. উৎপাদনশীল প্রতিষ্ঠানের জন্য
ii. অব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য
iii. সেবামূলক প্রতিষ্ঠানের জন্য
উত্তম বিন্যাস ব্যবস্থা দ্রব্য ও কাঁচামালের ধারাবাহিক-
i. আগমন নিশ্চিত করে
ii. যোগান নিশ্চিত করে
iii. প্রস্থান নিশ্চিত করে
একটি প্রতিষ্ঠানের উৎপাদন চক্রকে দীর্ঘায়িত করে-
i. উত্তম বিন্যাস
ii. খারাপ বিন্যাস
iii. অনুপযুক্ত বিন্যাস
প্রতিষ্ঠানের বিন্যাসকে ভাগ করা যায়-
i. প্রক্রিয়ার ধরনের ভিত্তিতে
ii. বরাদ্দকৃত স্থানের ভিত্তিতে
iii. প্রতিষ্ঠানের আয়তনের ভিত্তিতে
প্রয়োজন অনুযায়ী পণ্য বিন্যাস হতে পারে-
i. L, O আকার
ii. U, T আকার
iii. U, S আকার
জনাব মিজানের বিন্যাসের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো-
i. কাঙ্ক্ষিত উৎপাদন
ii. উৎপাদন নিয়ন্ত্রণ
iii. অতিরিক্ত উৎপাদন
পণ্য বিন্যাসের মাধ্যমে অপচয় রোধ করা সম্ভব হয়-
i. শ্রমের
ii. কাঁচামালের
iii. উৎপাদিত পণ্যের