ব্যবসায়ের শহুরে অবস্থানের অসুবিধা হলো-
i. সম্প্রসারণ সমস্যা
ii. বিপণন সমস্যা
iii. শ্রমিক অসন্তোষ
নিচের কোনটি সঠিক?
ব্যবসায়ের গ্রাম্য অবস্থানের সুবিধা হলো-
i. কাঁচামালের সহজপ্রাপ্যতা
ii. শ্রমিকের সহজপ্রাপ্যতা
iii. মূলধনের সহজপ্রাপ্যতা
ব্যবসায়ের গ্রাম্য অবস্থানের অসুবিধা হলো-
i. নিরাপত্তার অভাব
ii. দক্ষ শ্রমিকের অভাব
iii. পর্যাপ্ত জমির অভাব
নিচের কোনটি সঠিক?'
ব্যবসায়ের অবস্থান নির্বাচনে প্রদত্ত সরকারি সুযোগ-সুবিধা হলো-
i. শক্তিসম্পদ
ii. কর অবকাশ
iii. কাঁচামাল
বৃহদায়তন খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে বিবেচ্য বিষয় হলো-
i. ক্রেতাদের পর্যাপ্ততা ও চাহিদা
ii. পর্যাপ্ত ভূমি ও কাঁচামাল
iii. ক্রেতাদের আর্থিক সচ্ছলতা
বাংলাদেশের স্টিল মিলগুলোতে আকরিক লৌহের চাহিদা ব্যাপক। এ চাহিদা পূরণের সাথে সাথে মুনাফা অর্জনের উদ্দেশ্যে চট্টগ্রামের ভাটিয়ারিতে শিপ-ব্রেকিং ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। দেশ ও বিদেশ হতে পরিত্যক্ত শিপগুলো ক্রয় করে এনে এখানে কাটা হয় এবং প্রাপ্ত লোহা দেশের বিভিন্ন স্টিল মিলে সরবরাহ করা হয়। চট্টগ্রামের ভাটিয়ারিতে শিপ-ব্রেকিং ইন্ডাস্ট্রি গড়ে ওঠার প্রধান কারণ হলো-
i. অবকাঠামোগত উন্নয়ন
ii. বাজারের নৈকট্য
iii. কম বিপণন ব্যয়
ব্যবসায়ের স্থাপন ও পরিচালনার স্থানকে কী বলে?
কোনো বিশেষ স্থানে বিশেষ শিল্পের আধিক্য থাকাকে কী বলা হয়?
ব্যবসায়ে অবস্থানের কোন ক্ষেত্রে অধিক মূলধনের প্রয়োজন পড়ে?
ঢাকার প্রত্যেকটি গলির মুখে চায়ের দোকান আছে। চায়ের দোকান কোনটি বিবেচনা করে গড়ে ওঠে?
শহরে শ্রমিক-কর্মীর সহজ প্রাপ্যতার কারণ কী?
জনাব বরুণের ঢাকার মতিঝিলে একটি ব্যবসায় প্রতিষ্ঠান আছে। এক্ষেত্রে তার ব্যবসায়িক অবস্থান কেমন?
রিয়াজ সাহেব তার কারখানায় বিভিন্ন রকমের পণ্য উৎপাদন করেন। তার জন্য উৎপাদিত পণ্য বিক্রির উত্তম ক্ষেত্র কোনটি হবে?
ঢাকা শহরের নিউমার্কেট পণ্যদ্রব্য কেনা-বেচার জন্যে আদর্শ এলাকা। জনাব হাকিম নিউমার্কেটে একটি দোকান নিতে আগ্রহী। জনাব হাকিম ব্যবসায় অবস্থানের কোন সুবিধা অর্জনের জন্য নিউ মার্কেটে দোকান নিতে উৎসাহী হয়েছেন?
কোনটির কারণে শহর অঞ্চলের শিল্পকারখানায় শ্রমিক-কর্মীরা দাবি- দাওয়ার ক্ষেত্রে সচেতন থাকতে পারে?
জনাব রিয়াজ ঢাকার গুলশানে BMW গাড়ির শোরুম স্থাপন করেন। এর কারণ কী?
কর্মীদের শ্রম ঘূর্ণায়মানতার সুযোগ থাকে না কোথায়?
চট্টগ্রামে ভারী শিল্প গড়ে ওঠার কারণ কী?
অনেক শিল্পপ্রতিষ্ঠান তথ্য সংগ্রহের ক্ষেত্রে সুবিধা পেলে তাকে কী বলে?
কোনটি কারখানা অবস্থানের জটিল সমস্যা?