পণ্য উৎপাদনের পূর্বে উৎপাদক চিন্তা করেন-
i. কী ধরনের পণ্য উৎপাদন করা হবে
ii. পণ্যের মান ও আকার কী হবে
iii. পণ্যের দাম কেমন হবে
নিচের কোনটি সঠিক?
পণ্য ডিজাইনের পরবর্তী পদক্ষেপ হলো-
i. গবেষণা করা হয়
ii. বাজার জরিপ করা হয়
iii. ক্রেতার রুচি পর্যালোচনা করা হয়
পণ্য ডিজাইনের ফলে বাড়ে-
i. স্বতন্ত্রকরণ
ii. পৃথকীকরণ
iii. পণ্যের প্রতি ভোক্তার আকর্ষণ
প্রতিযোগিতা মোকাবিলা করা যায়-
i. ডিজাইন পরিবর্তন করে
ii. উৎপাদন বাড়িয়ে
iii. রং পরিবর্তন করে
বাংলাদেশে যেকোনো ধরনের পণ্য ডিজাইনের ক্ষেত্রে যে বিষয়কে বিবেচনা করতে হয় তা হলো-
i. পণ্যের প্রকৃতি
ii. পণ্যের বাজার
iii. সহজ বহনযোগ্যতা
উন্নত পণ্য ডিজাইন নিশ্চিত করে-
i. ব্যয় হ্রাস
ii. ভোক্তাসন্তুষ্টি
iii. আইনগত সুরক্ষা
পণ্য ডিজাইনের অন্তর্ভুক্ত হলো-
i. পণ্য উন্নয়ন
ii. কার্যভিত্তিক উন্নয়ন
iii. বণ্টন ব্যবস্থার উন্নয়ন
পণ্যের ডিজাইন একটি গুরুত্বপূর্ণ বিষয়-
i. ক্রেতার কাছে
ii. বিক্রেতার কাছে
iii. উৎপাদকের কাছে
পণ্য বা সেবার মূল্য হলো-
i. বিনিময়
ii. ব্যয়
iii. উপযোগ গ্রহণ
মূল্য নির্ধারণের বিবেচ্য বিষয় হলো-
i. প্রতিযোগিতা মোকাবিলা
ii. ক্রেতা সমর্থন ধরে রাখা
iii. মুনাফা অর্জন
মূল্য নির্ধারণের উদ্দেশ্য হলো-
i. মুনাফা অর্জন
ii. প্রতিযোগিতায় টিকে থাকা
iii. সামাজিক উন্নয়ন নিশ্চিত করা
পণ্য ডিজাইনে বিবেচনা করা হয়-
i. ভোক্তার রুচি
ii. পণ্যের আকার
iii. যন্ত্রের সক্ষমতা
পণ্য ডিজাইনে প্রভাবিত হয়-
i. স্টাইল পরিবর্তনের প্রবণতা
ii. কার্যপদ্ধতি ও যন্ত্রপাতি
iii. শেয়ারের মূল্য