পণ্য উৎপাদনের পূর্বে উৎপাদক চিন্তা করেন-
i. কী ধরনের পণ্য উৎপাদন করা হবে
ii. পণ্যের মান ও ডিজাইন কেমন হবে
iii. পণ্যের মূল্য ও উপযোগ কেমন হবে
নিচের কোনটি সঠিক?
পণ্য ডিজাইন বিশেষভাবে যে বিষয়ের সাথে সম্পর্কযুক্ত তা হলো-
i. প্রকৃত ক্রেতা ও ভোক্তাদের সাথে
ii. ভোক্তার রুচি, পছন্দ ও সামর্থ্যের সাথে
iii. উৎপাদকের ব্যক্তিগত রুচি ও পছন্দের সাথে
একটি আদর্শ পণ্য ডিজাইনের বৈশিষ্ট্য হলো-
i. মেরামতযোগ্য
ii. সংযোজন অযোগ্য
iii. নমনীয়তা
পণ্যের ডিজাইন এমনভাবে করতে হবে যেন তা-
i. ক্রেতার নিকট আকর্ষণীয় হয়
ii. ক্রেতার নিকট সহজে বহনযোগ্য হয়
iii. দুর্লভ ও চাকচিক্য হয়
পণ্য ডিজাইনের ফলে সৃষ্টি হয়-
i. স্বাতন্ত্র্যতা
ii. পৃথকীকরণ
iii. ভোক্তার চাহিদা
পণ্য ডিজাইন বলতে বোঝায়-
i. পণ্যের আকার নির্ধারণ
ii. পণ্যের প্যাটার্ন নির্ধারণ
iii. পণ্যের অলংকার, নির্ধারণ
পণ্যের ধারণা উন্নয়ন করার প্রক্রিয়া হলো-
i. বাজার গবেষণা
ii. পণ্য ডিজাইন
iii. পণ্যের যোগান
নতুন নতুন পণ্য ডিজাইনে প্রাধান্য দিতে হবে -
i. ক্রেতাদের রুচি
ii. উৎপাদকের চাহিদা
iii. মান ও উপযোগিতা
ডিজাইনকৃত পণ্যটির পরীক্ষামূলক উৎপাদনের পর তা ক্রেতাদের গ্রহণযোগ্যতা পেলে যা করতে হয় তা হলো-
ⅰ. চূড়ান্তভাবে উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ
ii. উৎপাদনের সামর্থ্য বিবেচনা করা
iii. প্রতিষ্ঠানের অন্যান্য বিভাগকে সম্পৃক্ত করা
ক্রেতা কোন ধরনের পণ্য চায় তা জানতে না পারলে সম্ভব হয় না -
i. সঠিক পণ্য ডিজাইন
ii. ক্রেতাদের কাঙ্ক্ষিত চাহিদা পূরণ
iii. প্রতিযোগিতা মোকাবিলা
একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠানের জন্য পণ্য ডিজাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পণ্য ডিজাইন করা উচিত-
i. বিদ্যমান পদ্ধতি ও মেশিনকে সম্প্রসারণ করে
ii. বিদ্যমান সুযোগ-সুবিধাকে কাজে লাগিয়ে
iii. বিদ্যমান পদ্ধতি ও যন্ত্রপাতির সদ্ব্যবহার করে
একটি আদর্শ প্রতিষ্ঠানের ডিজাইনকৃত পণ্যের গ্রহণযোগ্যতা থাকে -
i. ক্রেতা ও ভোক্তার নিকট
ii. সমাজ, ধর্ম ও সরকারের নিকট
iii. প্রতিযোগী প্রতিষ্ঠানের নিকট
প্রতিনিয়ত পণ্যের ডিজাইন পরিবর্তন করা হলে-
i. উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়
ii. বিক্রয় মূল্য বৃদ্ধি পায়
iii. প্রতিষ্ঠানের সুনাম ধনাত্মক হয়
পণ্য ডিজাইনের ধরন হলো-
i. ক্রিয়াগত ও রুচিসম্মত ডিজাইন
ii. রুচিসম্মত ও উৎপাদন ডিজাইন
iii. উৎপাদন ও প্যাকেজিং ডিজাইন