পণ্য ও সেবার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে-
i. পণ্য ভবিষ্যতের জন্য সংগ্রহ করা যায়
ii. পণ্য দৃশ্যমান
iii. সেবা অদৃশ্যমান
নিচের কোনটি সঠিক?
কোনো বস্তুকে পণ্য হতে হলে তার যেসব বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, তা হলো-
i. দৃশ্যমানতা
ii. অদৃশ্যমানতা
iii. উপযোগিতা
অর্থনীতির দৃষ্টিভঙ্গি হতে পণ্য দ্বারা-
i. মানুষের অনুভূত অভাব দূরীভূত হয়
ii. চাহিদা পূরণ হয়
iii. মানুষের সুপ্ত বাসনা পূরণ হয়
বাজারজাতকরণের দৃষ্টিতে ক্রেতা হলো এমন এক ধরনের উদ্দীপক, যা ভোক্তাদের-
i. সন্তুষ্টি বিধান করে
ii. মনের সুপ্ত বাসনাকে জাগায়
iii. প্রয়োজনবোধকে জাগায়
উৎপাদন ব্যবস্থাপনা যে কার্য সম্পাদনের সাথে জড়িত-
i. পরিকল্পনা ও সংগঠন
ii. নির্দেশনা ও সমন্বয়
iii. নিয়ন্ত্রণ
উৎপাদন ব্যবস্থাপনার উদ্দেশ্য হলো –
i. উৎপাদন ব্যয় কমানো
ii. মানসম্মত পণ্য উৎপাদন
iii. সম্পদের সদ্ব্যবহার
বাংলাদেশে উৎপাদন ব্যবস্থাপনার সমস্যা সমাধান করা যায়-
i. উৎপাদন বাড়িয়ে
ii. মান নিয়ন্ত্রণ করে
iii. বিক্রয় বাড়িয়ে
জনাব ইদ্রিস একটি সেবাদানকারী প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ নিলেন। তিনি সেবাদানকারী প্রতিষ্ঠান গঠন করতে চান-
i. মুনাফা অর্জনের উদ্দেশ্যে
ii. পারিবারিক উদ্দেশ্যে
iii. সেবাদানের উদ্দেশ্যে
উৎপাদন বাজেটে লিপিবদ্ধ থাকে – -
i. কী পরিমাণ পণ্য উৎপাদিত হবে
ii. কী পরিমাণ অর্থ ব্যয় হবে
iii. ব্যয়ের টাকা কীভাবে সংগৃহীত হবে
মজুদ মাল নিয়ন্ত্রণের পদক্ষেপ হলো -
i. ABC বিশ্লেষণ
ii. মিতব্যয়ী ফরমায়েশ
iii. অটোমেশন
মনির একটি সিমেন্ট ফ্যাক্টরির পণ্য উৎপাদন নিয়ন্ত্রক। তার যে কাজটি করতে হয় -
i. রুটিন
ii. সিডিউলিং
iii. ফলোআপ
পণ্যের জীবনচক্র নির্ধারণের মাধ্যমে মূল্যায়ন করা হয়-
i. পণ্যটি উৎপাদন কালে ক্ষতি করছে কিনা
ii. ব্যবহারকালে ক্ষতি করছে কিনা
iii. ব্যবহার শেষে ক্ষতি করছে কিনা
পণ্য উন্নয়নের ক্ষেত্রে পর্যালোচনা করা হয়-
i. ক্রেতার রুচি
ii. ক্রেতার আকাঙ্ক্ষা
iii. ক্রেতার আয়
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো হলো –
i. ডেসা
ii. ডেসকো
iii. বিসিক
শিল্পখাত হচ্ছে একটি -
i. উৎপাদনখাত
ii. স্বয়ংসম্পূর্ণ খাত
iii. অস্বয়ংসম্পূর্ণ খাত