একটি কলম কিনতে করিমের ৫ টাকা ব্যয় হয়। কলমটি দিয়ে লিখে সে ৮ টাকার উপযোগ লাভ করে। করিমের কলমের জন্য ব্যয় ও কলম থেকে প্রাপ্ত উপযোগ পার্থক্যকে কী বলে?
আদান এবং প্রদান এ দুটি বিষয় বিনিময়ের কী?
আর্থিক মূল্যে পরিমাপযোগ্য এমন পণ্য ও সেবা নিয়ে দুটি পক্ষের মধ্যে বিনিময় সংঘটিত হওয়াকে কী বলে?
মূল্যকে ভ্যালু হিসেবে বিবেচনা করে কে?
জনাব তানভীরের ব্যক্তিগত সুনাম তৈরি হবার কারণ হচ্ছে?
জনাব তানভীর টেইলারিং ব্যবসায় মাধ্যমে ক্রেতাদের নিকট কী বিক্রয় করছেন?
বিপণনের সাথে জড়িত বিভিন্ন পক্ষের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করার প্রক্রিয়াকে কী বলে?
সম্পর্কভিত্তিক বিপণন প্রক্রিয়ার অন্তর্গত হলো-
i. ক্রেতা সৃষ্টি ও ধরে রাখা
ii. বাজার অনুসন্ধান ও উদ্ভাবন
iii. নতুন নতুন ক্রেতা ও ব্যবহারকারী তৈরি
নিচের কোনটি সঠিক?
উত্তম পণ্য ক্রয় বিপণনের কোন দিকটিকে প্রভাবিত 'করে?
পণ্যের বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে কী বলে?
বাজার বলতে বোঝায়-
i. বর্তমান ও সম্ভাব্য ক্রেতাদের সমষ্টি
ii. অর্থ ব্যয় করার মানসিক ইচ্ছা ও সামর্থ্য বিদ্যমান
iii. পণ্যের অভাব রয়েছে এমন ক্রেতাদের অনুপস্থিতি
অতীতে মানুষ তার প্রয়োজনের তাগিদে নিজেরাই কী করত?
বিনিময় ব্যবস্থার সূচনার পর থেকে মানুষের মধ্যে কোন ধারণার উৎপত্তি হয়?
১৯৯০ সালে প্রতিষ্ঠিত 'সাগর বিল্ডার্স' বাজারজাতকরণ ক্রমবিকাশের কোন পর্যায়ের অন্তর্ভুক্ত?
উদ্দীপকে উল্লিখিত প্রত্যাশা ও প্রাপ্তির সমন্বয়কে বাজারজাতকরণের ভাষায় কী বলে?
১৯৫১ সালের শুরু থেকে বর্তমান সময়কালকে কী বলা হয়?
কোন যুগে বিক্রয়ের উদ্দেশ্য শুধু বিক্রয় প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল?
কোন সময়ে বাজারে পণ্যের তুলনায় বিক্রয়ের পরিমাণ কম ছিল?
বিপণন যুগে এসে উৎপাদনকারীরা উপলব্ধি করে-
i. শুধু পণ্য বিক্রয় করলেই হবে
ii. সুসম বণ্টন ব্যবস্থা নিশ্চিত করতে হবে
iii. ক্রেতাদের প্রয়োজন অনুযায়ী পণ্য উৎপাদন করতে হবে
ভোক্তাদেরকে সন্তুষ্টি বিধানের মাধ্যমে মুনাফা অর্জন নিশ্চিত করা বিপণনের কীরূপ উদ্দেশ্য?