ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি হচ্ছে-
i. ব্যয়যোগ পদ্ধতি
ii. ভ্যালুভিত্তিক পদ্ধতি
iii. প্রতিযোগিতাভিত্তিক পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
মূল্য নির্ধারণের উদ্দেশ্য হচ্ছে-
i. চলতি মুনাফা সর্বোচ্চকরণ
ii. বাজার শেয়ার সর্বোচ্চকরণ
iii. পণ্য মানে নেতৃত্ব দেওয়া
প্রবৃদ্ধি স্তরের বৈশিষ্ট্য হলো-
i. প্রতিযোগী খুব একটা থাকে না
ii. প্রসার ও বণ্টন ব্যয় বেশি হয়
iii. বিক্রয় দ্রুত বাড়ে
উৎপাদনের সামাজিক গুরুত্ব-
i. ক্রেতা সন্তুষ্টি
ii. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি
iii. জীবনযাত্রার মানোন্নয়ন
উৎপাদনের মধ্যে অন্তর্ভুক্ত নয়-
i. রূপান্তর প্রক্রিয়া
ii. বিনিময় প্রক্রিয়া
iii. বণ্টন প্রক্রিয়া
এক্ষেত্রে মি. কামালের সমস্যা থেকে উত্তরণের জন্য কী করণীয়?
i. উৎপাদনশীলতা বৃদ্ধি
ii. আধুনিক যন্ত্রপাতি ক্রয়
iii. মূলধন সরবরাহ
পণ্যের বৈশিষ্ট্য হলো-
i. দৃশ্যমান ও অদৃশ্যমান
ii. আর্থিক ও অনার্থিক মূল্য
iii. বস্তুগত ও অবস্তুগত
অযাচিত পণ্যের প্রকারভেদ হলো-
i. পুরাতন অযাচিত পণ্য
ii. নতুন অযাচিত পণ্য
iii. নিয়মিত অযাচিত পণ্য
পণ্য হিসেবে বিবেচিত হয়-
i. ধারণা ও সেবা
ii. ঘটনা ও স্থান
iii. ব্যক্তি ও সংগঠন