বাজারকে বিভক্ত করা যায়-
i. ক্রেতার প্রকৃতি ও বৈশিষ্ট্যের ভিত্তিতে
ii. পণ্য ও সেবার প্রকৃতির ভিত্তিতে
iii. ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
পুনঃবিক্রেতার বাজারে ক্রেতা হচ্ছে-
i. বুকস্টল
ii. মনিহারি দোকান
iii. কমার্স পাবলিকেশন
ভোক্তাবাজারের ক্রেতারা পণ্যসামগ্রী ক্রয় করে-
i. প্রতিষ্ঠানের ভোগের জন্য
ii. পরিবারের ভোগের জন্য
iii. ব্যক্তিগত ভোগের জন্য
শিল্পবাজারের বৈশিষ্ট্য হলো-
i. মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ক্রয়
ii. ক্রেতারা নির্দিষ্ট এলাকায় কেন্দ্রীভূত থাকে
iii. শিল্প উদ্যোক্তাদের নিয়ে শিল্পবাজার গঠিত হয়
শিল্পবাজারের পণ্যসামগ্রী হলো-
i. চাল ও ডাল
ii. কাঁচামাল
iii. খুচরা যন্ত্রপাতি
জনাব শিহাবের ব্যবসায় ক্ষেত্রে সাফল্যের কারণ হলো-
i. বাজার জরিপ
ii. বাজার বিভক্তিকরণ
iii. গণ বাজারজাতকরণ
ক্রেতা বা ভোক্তাদের মধ্যে অমিল দেখা যায়-
i. ক্রয় আচরণে
ii. বয়স ও লিঙ্গে
iii. ক্রয়ক্ষমতায়
বাজার বিভক্তিকরণের ফলে-
i. মুনাফা বৃদ্ধি পায়
ii. অপচয় বৃদ্ধি পায়
iii. প্রতিযোগিতা মোকাবিলা সহজ হয়
ভোক্তাবাজার বিভক্তিকরণের ভিত্তি কোনটি?
i. ভৌগোলিক বিভক্তিকরণ
ii. মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ
iii. পরিস্থিতিগত বিভক্তিকরণ
নিচের কোনটি সঠিক?'
ভৌগোলিক বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে বিবেচনা করা হয়-
i. শহর বা নগরের আয়তন
ii. জনগণের বয়স ও লিঙ্গ
iii. আবহাওয়া ও জলবায়ু
জনসংখ্যাভিত্তিক বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে বিবেচনা করা হয়-
i. বিশ্ব অঞ্চল বা দেশ
ii. পারিবারিক জীবনচক্র
iii. ধর্ম ও বর্ণ