বাজারের অন্তর্ভুক্ত হলো-
i. ভোক্তাবাজার
ii. শিল্পবাজার
iii. কারওয়ান বাজার
নিচের কোনটি সঠিক?
কার্যকর বাজার বিভক্তিকরণের বিবেচ্য বিষয় হলো-
i. পরিমাপযোগ্যতা
ii. প্রবেশযোগ্যতা
iii. বিশ্বাসযোগ্যতা
প্রসারের অন্তর্ভুক্ত বিষয় হলো-
i. বিজ্ঞাপন
ii. বণ্টন
iii. গণসংযোগ
মূল্যের অন্তর্ভুক্ত বিষয় হলো-
i. বাকির শর্ত
ii. বাট্টা
iii. কভারেজ
বণ্টনের অন্তর্ভুক্ত বিষয় হলো-
i. মোড়কীকরণ
ii. প্রণালির বিস্তৃতি
iii. লজিস্টিকস
মার্কেটিং প্রমোশনের কৌশল হলো-
i. বণ্টন
ii. বিজ্ঞাপন
মিসেস লাবনী সিনিয়র অফিসার হিসেবে একটি বেসরকারি ব্যাংকে চাকরি পেয়েছেন। প্রথম মাসের বেতন পেয়ে তিনি 'অন্তরা' নামে বিপণি থেকে নিজের জন্য একটি জামদানি শাড়ি, স্বামীর জন্য একটি শার্ট, উভয়ের বাবা-মায়ের জন্য সুন্দর পাঞ্জাবি ও শাড়ি ক্রয় করেন। 'অন্তরা' বিপণিটি ভোক্তাবাজার বিভক্তিকরণের যে চলকের ওপর গুরুত্ব দিয়েছে তা হলো-
i. জেন্ডার
ii. শিক্ষা
iii. পেশা
ওকিনাওয়া চাইনিজ রেস্টুরেন্ট বিভিন্ন দেশের মানুষের রুচি ও পছন্দ অনুসারে খাবার পরিবেশন করে যথেষ্ট সুখ্যাতি অর্জন করেছে। তাছাড়া এ রেস্টুরেন্টটি ঈদ, পূজা, বড়দিন ও বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বিশেষ ধরনের খাবারের আয়োজন করে থাকে। ফলে এ রেস্টুরেন্ট সবার কাছে খুব প্রিয়। উদ্দীপকে রেস্টুরেন্টটি বাজার বিভক্তিকরণে যে সকল চলক ব্যবহার করেছে তা হলো-
i. ধর্ম
ii. পেশা
iii. জাতীয়তা
ভোক্তাবাজারে ভোক্তাদের পণ্য ক্রয় করার উদ্দেশ্য হলো-
i. ব্যক্তিগত ভোগ
ii. গর্ব অনুভব করা
iii. ব্যক্তিগত চাহিদা পূরণ
ভোক্তাবাজারে আচরণভিত্তিক বিভক্তিকরণের ধরন হলো-
i. ব্যবহারকারীর মর্যাদা
ii. প্রত্যাশিত সুবিধা
iii. ভোক্তার ব্যক্তিত্ব
বিখ্যাত ব্র্যান্ড জিলিক্স প্রসারমূলক কাজের অংশ হিসেবে প্রতিটি পণ্যের সাথে কুপন সরবরাহ করেছে। প্রতিটি কুপনেই পুরস্কার রয়েছে। জিনিক্সের এ কাজের ফল হলো-
i. নতুন ক্রেতা সৃষ্টি করা
ii. ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি করা
iii. চাহিদা ধরে রাখা