বিপণন কার্যাবলির অন্তর্ভুক্ত হলো-
i. ক্রয় ও বিক্রয়
ii. পরিবহন ও গুদামজাতকরণ
iii. উৎপাদন ও মজুদ নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
বিপণন কার্যাবলির সুবিধা হলো-
i. ভোক্তাদের সন্তুষ্টি বিধান করা
ii. বিক্রয় ও মুনাফা বৃদ্ধি করা
iii. বার্ষিক প্রতিবেদন তৈরি
প্রমিতকরণ হলো-
i. শারীরিক কাজ
ii. মানসিক কাজ
iii. উৎপাদনমূলক কাজ
ফরিদ সাহেবের চিন্তা লাঘবে করণীয় হলো-
i. গুদামজাতকরণ ব্যবস্থার উন্নয়ন করা
ii. যথাযথ পর্যায়িতকরণ করা
iii. বণ্টনপ্রণালি সংকোচন করা
রবিন সাহেবের আর্থিক ক্ষতি হ্রাসে করণীয় হলো-
i. হিমাগারসম্পন্ন পরিবহন ব্যবহার
ii. পর্যায়িতকরণের ব্যবস্থা গ্রহণ
iii. বিকল্প পথে পণ্য পরিবহন
স্বত্বগত উপযোগ কীভাবে সৃষ্টি হয়?
i. ক্রয়ের মাধ্যমে
ii. বিক্রয়ের মাধ্যমে
iii. গুদামজাতকরণের মাধ্যমে
বিক্রয়কে বিপণনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলার কারণ হলো এর মাধ্যমে-
i. প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা আসে
ii. প্রতিষ্ঠানের ব্যয় নির্বাহ করা হয়
iii. মজুদ মাল নিয়ন্ত্রিত হয়
বাজার তথ্য হলো-
i. বর্তমান ক্রেতা সম্পর্কিত তথ্য
ii. ভবিষ্যৎ ক্রেতা সম্পর্কিত তথ্য
iii. ক্রয়-বিক্রয়ের স্থান সম্পর্কিত তথ্য
বিজ্ঞাপন হলো-
i. অর্থ প্রদত্ত মাধ্যমে পণ্যের উপস্থাপন
ii. পণ্যের নৈর্ব্যক্তিক উপস্থাপন
iii. পৃষ্ঠপোষকতা প্রদান
জনাব মিলন চট্টগ্রামের নিলাম বাজার থেকে চা সংগ্রহ করেন। তিনি উক্ত চা নিজস্ব ব্যবস্থায় কারওয়ান বাজারের খুচরা ব্যবসায়ীদের নিকট সরবরাহ করেন। জনাব মিলনের সম্পাদিত কাজের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
i. রূপগত
ii. স্থানগত
iii. স্বত্বগত
জনাব তূর্য একজন ফ্যান ব্যবসায়ী। তিনি শীত মৌসুমে বিভিন্ন কোম্পানি থেকে তুলনামূলক কম দামে ফ্যান সংগ্রহ করে গ্রীষ্ম মৌসুমে গ্রাহকদের চাহিদা পূরণ করেন। জনাব তূর্যের সম্পাদিত কার্যক্রমের মাধ্যমে যে ধরনের উপযোগ সৃষ্টি হয় তা হলো-
ii. সময়গত