মাহিন লিঃ এর উল্লিখিত কার্যক্রম কোন ধরনের বিপণন প্রসার কৌশল?
উদ্দীপকে উল্লিখিত বিপণন প্রসার থেকে মাহিন লিঃ যে সুবিধা পাবে তা হলো—
i. পণ্যের পরিচিতি
ii. বিক্রয় বৃদ্ধি
iii. অনুকূল ভাবমুর্তি সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
কোনো কিছু পাওয়া থেকে নিজেকে বঞ্চিত মনে করার অনুভূতিকে কী বলে?
আধুনিক বিপণনের জনক কে?
বিপণন মিশ্রণের কেন্দ্র বিন্দুতে কে অবস্থান করে?
বিপণনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তা হলো-
i. স্থানগত
ii. সময়গত
iii. রূপগত
নিচের কোনটি বিপণন অর্পণের অন্তর্ভুক্ত?
মি. সালাম পোশাক বিক্রয়ের ক্ষেত্রে যে বিষয়টিকে বিবেচনা করেন বিপণনের ভাষায় তাকে কী বলে?
মি. সালাম বিপণনের যে যুগের উপর ভিত্তি করে কার্যক্রম গ্রহণ করেছেন তা হলো—
i. বিপণন যুগ
ii. সামাজিক বিপণন যুগ
iii.মোবাইল বিপণন যুগ
ক্রয়-বিক্রয় কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
পণ্য মিশ্রণের উপাদান হলো—
i. ব্র্যান্ড
ii. মোড়ক
iii. বৈশিষ্ট্য
কার্যকর বাজার বিভক্তিকরণের আবশ্যকীয় শর্ত কোনটি?
মিস নীলা কোন বাজারের সদস্য?
উদ্দীপকের মিস শীলা যে বাজারের সদস্য তার বৈশিষ্ট্য হলো -
i. ব্যাপকমাত্রায় পণ্য ক্রয়
ii. ঘন ঘন পণ্য ক্রয়
iii. একক প্রতি মূল্য বেশি
নিচের কোনটি অযাচিত পণ্য?
কোন পণ্যের চাহিদা হঠাৎ উদ্ভব হয়?
জনাব জাকির তার দোকানে দামি 'X' ব্র্যান্ডের ঘড়ি বিক্রয় করেন। জনাব জাকিরের বিক্রয়কৃত ঘড়ি কোন
পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে কী বলে?
মিসেস রুমা রূপগঞ্জ থেকে জামদানি শাড়ি ক্রয় করে ময়মনসিংহে এনে বিক্রয় করেন। রূপগঞ্জ থেকে ময়মনসিংহে শাড়ি আনায় কোন ধরনের উপযোগ সৃষ্টি হ্যা?
বিপণনে যা দ্বারা ক্রেতা আকৃষ্ট হয় তা হলো—
i. বিজ্ঞাপন
ii. মোড়কীকরণ
iii. প্রমিতকরণ