উদ্দীপকের মি. সিরাজ বিপণনের প্রতিটি কাজে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকেন; এর অন্তর্গত হলো-
i. বৃহদায়তন উৎপাদন
ii. অর্থনৈতিক উন্নয়ন
iii. প্রাতিষ্ঠানিক আয় বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
বিপণনের সামাজিক কল্যাণ সাধনের অন্তর্গত হলো-
i. আপনার শিশুকে স্কুলে পাঠান
ii. পলিথিন বর্জন করুন
iii. রক্ত দিন জীবন বাঁচান
বিপণনের সামাজিক গুরুত্বের অন্তর্গত হলো-
i. নিয়মিত পণ্য সরবরাহ
ii. বৃহদায়তন উৎপাদনে সহায়তা
iii. নতুন পণ্য ভোগ
সুষ্ঠু ও পরিকল্পিত উপায়ে বিপণন কার্যক্রম পরিচালনা করতে পারলে পণ্যের বাজার-
ⅰ. বিস্তৃত হয়
ii. বিক্রয় বৃদ্ধি পায়
iii. উৎপাদন খরচ বৃদ্ধি পায়
বিপণন কার্যক্রমের ফলে একটি প্রতিষ্ঠানের-
i. বিক্রয় বৃদ্ধি পায়
ii. উৎপাদন বৃদ্ধি পায়
iii. মুনাফা বৃদ্ধি পায়
বর্তমানে বাংলাদেশে সেবাদানকারী মোবাইল কোম্পানি হলো-
i. গ্রামীণ ফোন ও রবি
ii. ওয়ারিদ ও একটেল
iii. বাংলালিংক ও সিটিসেল
Made in Bangladesh'-কে সারাবিশ্বের কাছে ব্যাপকভাবে পরিচিত করতে অগ্রণী ভূমিকা রেখেছে-
i. ওষুধ ও প্লাস্টিক সামগ্রী
ii. পাদুকা ও সিমেন্ট শিল্প
iii. টয়লেট্রিজ ও তৈরি পোশাক শিল্প
বিপণনের প্রাতিষ্ঠানিক গুরুত্ব রয়েছে-
i. বৃহদায়তন উৎপাদনে
ii. নিয়মিত পণ্য সরবরাহে
iii. প্রাতিষ্ঠানিক আয় বৃদ্ধিতে
বিপণনের ভাষায় অবকাঠামো উন্নয়ন বলতে বোঝায়-
i. বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন
ii. রাস্তাঘাট ও পরিবহন খাতের উন্নয়ন
iii. ব্যাংক, বিমা ও গুদামজাতকরণের সুবিধা
উদ্দীপকের রিজভী ওয়াহিদের ব্যবসায়-বাণিজ্য বাংলাদেশে ভূমিকা রাখছে-
i. ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে
ii. ব্যক্তিগত ও জাতীয় আয় বৃদ্ধিতে
iii. অবকাঠামোগত উন্নয়নে
জনাব 'X' এর ব্যবসায়টির পিছনে যে সকল পরিবেশের উপাদান মুখ্য তা হলো-
i. প্রাকৃতিক
ii. অর্থনৈতিক
iii. সামাজিক