সিফাত কোম্পানির হয়ে মেহেদি সাহেব কাজ করেন-
i. মধ্যস্থব্যবসায়ী হিসেবে
ii. ঝুঁকি বহনকারী হিসেবে
iii. পণ্য প্রেরণকারী হিসেবে
নিচের কোনটি সঠিক?
কোনটি শাহীন এন্ড ব্রাদার্স প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য?
i. সীমিত সেবাদানকারী পাইকার
ii. ক্রেতাকে হোম ডেলিভারী দেওয়া
iii. বিক্রয়োত্তর সেবা প্রদান করা
সাধারণত একটি প্রতিষ্ঠানের উৎপাদন মাত্রা যেসব বিষয়ের ওপর নির্ভর করে তা হলো-
i. সার্বিক বাজার পরিস্থিতি
ii. ব্যবস্থাপনার দক্ষতা
iii. ব্যবসায়ীর আর্থিক সামর্থ্য
একটি প্রতিষ্ঠানে কী পরিমাণে পণ্য উৎপাদন করা হবে তা কিসের দ্বারা ঠিক করতে হবে?
i. প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশ
ii. প্রতিষ্ঠানের বাহ্যিক পরিবেশ
iii. প্রতিষ্ঠানের হুমকি ও সম্ভাবনা
জনাব ছাবের একটি প্রকাশনা প্রতিষ্ঠানের মালিক। বইয়ের উৎপাদন মাত্রা নির্ধারণের জন্য তাকে যেসব বিষয় বিবেচনা করতে হবে তা হলো-
i. বার্ষিক মোট বাজার
ii. প্রতিযোগীদের আর্থিক অবস্থা
iii. প্রতিযোগীদের কৌশল
জনাব জুয়েল একটি দুগ্ধজাত পণ্যের উৎপাদনকারী। তিনি উৎপাদন মাত্রা নির্ধারণ করে ব্যবসায়ের সকল কার্যক্রম পরিচালনা করলে যেসব সুবিধা পেতে পারেন তা হলো-
i. মূলধনের কাম্য ব্যবহার
ii. পাওনাদারের দায় পরিশোধ
iii. ব্যবসায়ের সমৃদ্ধি অর্জন
মাত্রাজনিত ব্যয় সংকোচ ধারণায় যেসব ব্যয় সংঘটিত হয় তা হলো-
i. পরিবর্তনশীল ব্যয়
ii. স্থির ব্যয়
iii. দীর্ঘমেয়াদি ব্যয়
লাকী আক্তার 'অপরূপা' নামে একটি বিউটি পার্লার পরিচালনা করেন। ২০১৬ সালের মার্চ মাসে তার ব্যয়গুলো হলো- কর্মচারীর বেতন ৬,০০০ টাকা, কসমেটিকস ক্রয় ১৫,০০০ টাকা এবং স্পা মেশিন ক্রয় ৫০,০০০ টাকা। লাকীর ব্যবসায়ের পরিবর্তনশীল ব্যয়গুলো হলো-
i. কসমেটিকস ক্রয়
ii. কর্মচারীর বেতন প্রদান
iii. স্পা মেশিন ক্রয়
স্থির ব্যয় ঠিক রেখে উৎপাদন বাড়াতে থাকলে প্রতিষ্ঠানের-
i. এককপ্রতি স্থির ব্যয় কমবে
ii. উৎপাদন ব্যয় বাড়বে
iii. মুনাফার পরিমাণ বাড়বে