ব্যবসায় জোটের অসুবিধা হলো-
i. একচেটিয়া ব্যবসায়ের উত্থান
ii. জনগণের স্বার্থ ক্ষুণ্ণ হয়
iii. ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়
নিচের কোনটি সঠিক?
রাষ্ট্রীয় সংগঠনের বৈশিষ্ট্য হলো-
i. পৃথক আইনগত সত্তা
ii. স্বায়ত্তশাসন
iii. লাভজনক সংস্থা
রাষ্ট্রীয় সংগঠনের সুবিধা হলো-
i. সুসম শিল্পায়ন
ii. সুষ্ঠু নমনীয়তা
iii. সামাজিক ন্যায়বিচার
রাষ্ট্রীয় সংগঠনের অসুবিধা হলো-
i. অলাভজনক সংস্থা
ii. নমনীয়তার অভাব
iii. প্রতিযোগিতাপূর্ণ সংস্থা
যৌথ উদ্যোগ ব্যবসায়ের সুবিধা হলো-
i. অভ্যন্তরীণ সম্পদের সর্বোচ্চ ব্যবহার
ii. দেশের অভ্যন্তরে বিদেশি পুঁজির সহজ আগমন
iii. শিল্পায়ন ত্বরান্বিতকরণ
উক্ত স্তরে ব্যবহৃত মধ্যস্থব্যবসায়ী হলো-
i. পরিবেশক
ii. পাইকার
iii. খুচরা বিক্রেতা
শ্রমের বৈশিষ্ট্য হলো-
i. বিনাশশীল
ii. আয়ের উৎস
iii. মালিকানা হস্তান্তরযোগ্য
শ্রমের বৈশিষ্ট্য হলো –
i. মানবিক উপাদান
ii. বিনাশশীল
iii. আয়ের উৎস
শ্রম বিভাগের মাত্রা নির্ভর করে-
i. বাজারের পরিধি
ii. বণ্টন ব্যবস্থা
iii. উৎপাদন ব্যবস্থা