মধ্যস্থব্যবসায়ী পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করে কিসের মাধ্যমে?
কোন ধরনের পাইকারি ব্যবসায়ী মালিকানা গ্রহণ করে?
যখন উৎপাদক ও পাইকারগণ বিভিন্ন বাজার প্রতিনিধি নিয়োগ দিয়ে পণ্য ক্রয়-বিক্রয় করে তখন তাকে কী বলে?
আমদানি-রপ্তানি বাণিজ্যে অংশগ্রহণ করে পণ্যের পরিবহন, গুদামজাতকরণ, মান নির্ধারণ ইত্যাদি কার্য সম্পাদন করে কোন ধরনের মধ্যস্থকারবারি?
মধ্যস্থকারবারিরা কীভাবে ভোক্তাদের দুর্ভোগ সৃষ্টি করে?
ত্রি-স্তরবিশিষ্ট বণ্টনপ্রণালি ব্যবহার হয় কোন প্রতিষ্ঠানে?
যেসব পণ্য কৃষিক্ষেত্রে উৎপাদিত হয় তাকে কী বলে?
কৃষিপণ্য চূড়ান্ত ভোক্তার নিকট পৌছানো হয় কিসের মাধ্যমে?
কৃষিজাত শিল্পপণ্য কোনটি?
পুনরায় প্রক্রিয়াকরণের মাধ্যমে যে পণ্য ভোগ করা হয় তাকে কী বলে?
ভারি যন্ত্রপাতি, রেলগাড়ি, ইঞ্জিন প্রভৃতি কোন পদ্ধতিতে বিক্রয় করা হয়?
জনাব কেফায়েত একজন পাইকারি ব্যবসায়ী। তিনি নিজস্ব পরিবহনের সাহায্যে পাইকারের নিকট থেকে পণ্যসামগ্রী ক্রয় করে খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করেন। এক্ষেত্রে তিনি বিপণনের যেসব কাজ সম্পাদন করেন তা হলো-
i. ক্রয় ও বিক্রয়
ii. অর্থসংস্থান ও পরিবহন
iii. প্রমিতকরণ ও গুদামজাতকরণ
নিচের কোনটি সঠিক?
বণ্টনপ্রণালিতে জড়িত থাকে-
i. বিভিন্ন ব্যক্তি
ii. বিভিন্ন প্রতিষ্ঠান
iii. বিভিন্ন পেশাজীবী
মধ্যস্থব্যবসায়ীর কার্যাবলি হলো-
i. স্থানগত উপযোগ
ii. সময়গত উপযোগ
iii. তথ্য সরবরাহ
উৎপাদিত সব ধরনের পণ্যই-
i. মৌসুমের সময় মূল্য হ্রাস পায়
ii. মৌসুমের সময় মূল্য বৃদ্ধি পায়
iii. মৌসুমের পরে মূল্য বৃদ্ধি পায়
মধ্যস্থব্যবসায়ীরা ঝুঁকি গ্রহণ করে-
i. সংরক্ষণজনিত
ii. অবিক্রয়জনিত
iii. পরিবহনজনিত
বর্তমানে খুচরা ব্যবসায়ীকে যেসব কার্য সম্পাদন করতে হয় তা হলো-
i. পরিবহন
ii. গুদামজাতকরণ
iii. ঝুঁকি গ্রহণ
মধ্যস্থব্যবসায়ী ব্যবহারের সুফল হলো-
i. দুর্ভোগ সৃষ্টি
ii. উপযোগ সৃষ্টি
iii. চাহিদা সৃষ্টি
পণ্যের সরাসরি বাজার বিশ্লেষক হিসেবে কাজ করে-
i. উৎপাদক
ii. পাইকার
iii. খুচরা ব্যবসায়ী
পণ্যের অতিরিক্ত মজুদ গড়ে তোলার ফলে-
i. পণ্যের মান নষ্ট হয়
ii. মূল্য বৃদ্ধি পায়
iii. কৃত্রিম সংকট সৃষ্টি হয়