কোনো পণ্য বা সেবার জন্য যে পরিমাণ অর্থ ধার্য করা হয় তাকে কী বলে?
'Price is the amount of money charged for a product or service'-সংজ্ঞাটি কে দিয়েছেন?
একজন ক্রেতার নিকট সবচেয়ে সংবেদনশীল বিষয় কোনটি?
পণ্যের মূল্য নির্ধারণের ফলে কে উপকৃত হয়?
মূল্য নির্ধারণের উদ্দেশ্য হচ্ছে-
মূল্য নির্ধারণের উদ্দেশ্য হলো-
i. পণ্যের আকর্ষণীয়তা বৃদ্ধি
ii. নগদ প্রবাদ নিশ্চিতকরণ
iii. প্রতিযোগিতায় টিকে থাকা
নিচের কোনটি সঠিক?
তীব্র প্রতিযোগিতার ফলাফল হলো-
i. নতুন পণ্যের আবির্ভাব
ii. স্বল্পমূল্যে পণ্য প্রাপ্তি
iii. উন্নত মানের পণ্য প্রাপ্তি
বিপণন মিশ্রণের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
পণ্যের মূল্য নির্ধারণের উদ্দেশ্য হলো-
i. মুনাফামুখী
ii. বিক্রয়মুখী
iii. প্রতিযোগিতামুখী
কিসের ভিত্তিতে একক প্রতি ব্যয় হ্রাস পায়?
পণ্যের মূল্য নির্ধারণের মুনাফামুখী উদ্দেশ্যের অন্তর্গত হলো-
i. বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি
ii. মুনাফা বৃদ্ধি
iii. বিনিয়োগ তুলে নেওয়া
পণ্যের মূল্য নির্ধারণের বিক্রয়মুখী উদ্দেশ্যের অন্তর্গত হলো-
i. বাজার শেয়ার বৃদ্ধি করা
ii. অস্তিত্ব রক্ষা করা
iii. মূল্যের স্থিতিশীলতা রক্ষা করা।
পণ্য মানে নেতৃত্ব প্রদান করা যায় নিচের কোন পদ্ধতির মাধ্যমে?
মূল্য নির্ধারণের প্রতিযোগিতামুখী উদ্দেশ্য হলো-
i. প্রত্যাশিত মুনাফা অর্জন
ii. প্রতিযোগিতা মোকাবিলা
iii. মূল্যের স্থিতিশীলতা রক্ষা
অনেক ক্ষেত্রে ক্রেতা পণ্যের মূল্যের ওপর কোনটিকে বিবেচনা করে?
বিপণনকারীকে পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে কীরূপ পদ্ধতি অবলম্বন করতে হয়?
পণ্যের মূল্য নির্ধারণের পদ্ধতি হলো-
i. ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণ
ii. সংগঠন কাঠামোভিত্তিক মূল্য নির্ধারণ
iii. ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণ
ভারসাম্য বিন্দু কী?
উদ্দীপকে মূল্য নির্ধারণ পদ্ধতিটি নিচের কোন মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় সম্পাদিত হয়?
'বিনিয়োগ তুলে নেওয়া' মূল্য নির্ধারণের কোন উদ্দেশ্যের অন্তর্গত?