শেরশাহ পিতৃগৃহ ত্যাগ করে কোথায় যান?
১৫২২ খ্রিস্টাব্দে শেরশাহ কার অধীনে চাকরি গ্রহণ করেন?
শেরশাহ তার সাম্রাজ্যকে বিভক্ত করেন-
ইকতার অধীনে কী ছিল?
শেরশাহ কেন্দ্রীয় প্রশাসনকে কয়টি প্রধান ভাগে ভাগ করেন?
দেওয়ান-ই-ওয়াজিরাত-এর প্রধান কে ছিলেন?
দেওয়ান-ই-আরজ ছিল-
দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত দায়িত্ব পালন করত কোন বিভাগ?
শেরশাহের সাম্রাজ্যের যোগাযোগ মন্ত্রণালয় ছিল কোনটি?
শেরশাহ তার সাম্রাজ্যকে কয়টি পরগনায় ভাগ করেন?
প্রশাসনিক ইউনিটের ক্ষুদ্রতম ইউনিট কী ছিল?
শেরশাহের আমলে সরকারি আয়ের উৎস কয় ভাগে বিভক্ত ছিল?
আবাদি জমিকে শেরশাহ কয় শ্রেণিতে ভাগ করেন?
শেরশাহের অন্যতম হিন্দু সেনাপতি ছিলেন?
ঐতিহাসিকগণ শেরশাহের রাজত্বকালকে আখ্যায়িত করেছেন-
শেরশাহের রাজত্বকালের শ্রেষ্ঠ কীর্তি কোনটি?
শেরশাহ নির্ভুল জমি জরিপ ব্যবস্থা প্রবর্তন উৎপাদিত শস্যের কত অংশ খাজনারূপে নির্ধারণ করেন?
কবুলিয়ত ও পাট্টা প্রচলন করেন কে?
শেরশাহের নির্মিত রাস্তাগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো-
উপমহাদেশে ঘোড়ার ডাকের প্রচলন করেন কে?