বাবর অসামান্য নৈপুণ্যের অধিকারী ছিলেন-
i. যোদ্ধা হিসেবে
ii. সেনাপতি হিসেবে
iii. রাষ্ট্রনায়ক হিসেবে
নিচের কোনটি সঠিক?
সম্রাট বাবর ছিলেন-
i. সদালাপী
ii. বন্ধু বৎসল
iii. মহানুভব
বাবর সুবিধাজনক অবস্থা গ্রহণ করেন-
i. পানিপথের যুদ্ধে
ii. কান্দাহারের যুদ্ধে
iii. খানুয়ার যুদ্ধে
সাম্রাজ্য প্রতিষ্ঠায় বাবরের সাফল্যের প্রধান কারণ-
i. ধর্মীয় অনুভূতি
ii. আত্মবিশ্বাস
iii. দুর্দমনীয় আকাঙ্ক্ষা
বাবরকে ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন-
i. দৌলত খান
ii. আলম খান
iii. শেরশাহ
বাবর মধ্য এশিয়া ও ভারতবর্ষের মধ্যে যোগসূত্র স্থাপন করেন-
i. শিল্পের ক্ষেত্রে
ii. সাহিত্যের ক্ষেত্রে
iii. ধর্মের ক্ষেত্রে
বাবর বহু কবিতা ও গদ্য রচনা করেন-
i. তুর্কি ভাষায়
ii. হিন্দি ভাষায়
iii. ফারসি ভাষায়
কোন মুঘল সম্রাট বাংলার নাম রাখেন 'জান্নাতাবাদ'?
বাবরের মৃত্যুর পর জ্যৈষ্ঠ সন্তান হিসেবে রাকিব সিংহাসন আরোহণ করে তার পিতৃরাজ্য ভাইদের মাঝে বণ্টন করেন। উদ্দীপকে কোন শাসকের কথা বলা হয়েছে?
কত খ্রিষ্টাব্দে চৌসার যুদ্ধ সংঘটিত হয়?
মুঘল সম্রাট বাবরের জ্যেষ্ঠপুত্রের শাসনামল দুটি পর্যায়ে বিভক্ত ছিল। এক্ষেত্রে প্রথম পর্যায় হিসেবে সমর্থনযোগ্য কোনটি?
বাবরের জ্যেষ্ঠপুত্রের নাম কী?
হুমায়ুন তার শিয়া মাতা মাহিম বেগমের গর্ভে কাবুলে জন্মগ্রহণ করেন-
হুমায়ুনের স্ত্রীর নাম কী ?
হুমায়ুন কত খ্রিষ্টাব্দে সিংহাসনে আরোহণ করেন?
কত বছর বয়সে হুমায়ুন দিল্লির সিংহাসনে আরোহণ করেন?
কত সালে শেরশাহ আবার গৌড় অবরোধ করেন?
শেরশাহের সৈন্যবাহিনী চুনার দুর্গ দখল ধরে রাখতে পারে-
কত খ্রিষ্টাব্দে সম্রাট হুমায়ুন গৌড়ে পৌছেন?
সম্রাট হুমায়ুন বাংলার কী নাম দেন?