কত তারিখে শেখ মুজিবকে করাচি নিয়ে যাওয়া হয়?
কোন বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়?
২৬ মার্চ কে কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা দেন?
জিয়াউর রহমান কখন বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন?
প্রেসিডেন্ট ইয়াহিয়া খান তার সামরিক উপদেষ্টা মন্ত্রীদের নিয়ে ঢাকা ক্যান্টনমেন্টে বৈঠক করে। বৈঠকে উপস্থিত ছিলেন-
i. টিক্কা খান
ii. জেনারেল পীরজাদা
iii. জেনারেল উমর
নিচের কোনটি সঠিক?
২১ মার্চ হতে ২৪ মার্চ পর্যন্ত বৈঠক করেন-
i. শেখ মুজিব
ii. ইয়াহিয়া খান
iii. জেড.এ ভুট্টো
প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ছিলেন-
i. হেড অব দি স্টেট
ii. হেড অব দি গভর্নমেন্ট
iii. হেড অব দি পার্টি
ঢাকা বিশ্ববিদ্যায়ের ইকবাল হল (জহুরুল হক হল) আক্রমণে দায়িত্ব দেওয়া হয়-
i. ২২নং বালুচ রেজিমেন্টের বাছাইকৃত সৈন্য
ii. ১৮নং পাঞ্জাব রেজিমেন্টের বাছাইকৃত সৈন্য
iii. ৩২নং পাঞ্জাব রেজিমেন্টের বাছাইকৃত সৈন্য
অসহযোগ আন্দোলনের ২৪তম দিন ছিল-
i. ১১ চৈত্র ১৩৭৭ বঙ্গাব্দ
ii. ২৫ মার্চ ১৯৭১ খ্রিষ্টাব্দ
iii. বৃহস্পতিবার
রাত সাড়ে দশটায় পাকিস্তান সেনাবাহিনী সামরিক যানসহ রওয়ানা দেয়-
1. ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে
ii. রাজারবাগ পুলিশ লাইন অভিমুখে
iii. ঢাকার পিলখানা অভিমুখে
পিলখানায় ই.পি.আর-এর ২৫০০ বাঙালি সৈন্য ও অফিসার রিক্রুট ছিল-
i. হেডকোয়ার্টার উইং
ii. সিগন্যাল উইং
iii. ১৩, ১৫, ১৬নং উইং
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আক্রমণ চালায়-
i. বালুচ রেজিমেন্ট
ii. পাঞ্জাব রেজিমেন্ট
iii. পাঠান রেজিমেন্ট
পাকবাহিনী ২৫ মার্চ রাতে আগুন ধরিয়ে দেয়-
i. দৈনিক ইত্তেফাক অফিসে
ii. দৈনিক সংবাদ অফিসে
iii. গণবাংলা পত্রিকা অফিসে
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত ছিল?
মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
মুজিবনগর সরকারের সেনাপ্রধান কে ছিলেন?
২ নম্বর সেক্টরে সৈন্যসংখ্যা ছিল-
কুমিল্লা জেলার মোগড়া বাজার যুদ্ধে পাকিস্তানি বাহিনী কত তারিখে হেলিকপ্টার ব্যবহার করে?
কত তারিখে পাকিস্তানি সেনাবাহিনী বেলোনিয়া দখল করে?
কার নেতৃত্বে কসবা অপারেশন পরিচালিত হয়?