১৯৬১ সালে সামরিক সরকার রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করে-
i. রাওয়ালপিন্ডিতে
ii. ঢাকায়
iii. ইসলামাবাদে
নিচের কোনটি সঠিক?
পশ্চিম পাকিস্তানে হেড। অফিস ছিল-
i. সামরিক বাহিনীর
ii. বিদেশি মিশনের
iii. কেন্দ্রীয় ব্যাংকের
পূর্ব পাকিস্তানিরা যেন পশ্চিম পাকিস্তানিদের সমযোগ্যতা হতে না পারে
i. মর্যাদায়
ii. যোগ্যতায়
iii. ক্ষমতায়
ছয় দফার মধ্যে নিজেদের শ্রেণিস্বার্থের প্রতিচ্ছবি দেখতে পায়-
i. শোষিত শ্রেণি
ii. বঞ্চিত শ্রেণি
iii. নিপীড়িত শ্রেণি
ঐতিহাসিক ছয় দফা কত খ্রিষ্টাব্দে উত্থাপিত হয়?
ছয় দফা কত সালে প্রণয়ন হয়?
ছয় দফার সাথে কোন মহান নেতার নাম জড়িত রয়েছে?
ছয় দফা কর্মসূচি কী ?
ছয় দফাকে বাঙালির মুক্তির সনদ বলার কারণ-
1. ছয় দফা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেরণা
ii. ছয় দফা ছিল বাঙালির ন্যায্য অধিকারের সনদ
iii. মৌলিক অধিকারের ভিত্তি
ছয় দফা কর্মসূচির মূল লক্ষ্য-
i. পূর্ব বাংলার স্বায়ত্তশাসন
ii. কর ও শুল্ক ধার্যের ক্ষেত্রে অঙ্গরাজ্যগুলোর স্বাধীনতা বিদ্যমান থাকা
iii. পশ্চিম পাকিস্তানের স্বায়ত্তশাসন
৬৬-এর ছয় দফা বাঙালি জাতিকে অনুপ্রাণিত করেছিল-
i. মুক্তির সনদের চেতনা প্রতিষ্ঠা করে
ii. আত্মনিয়ন্ত্রণ অধিকারের দাবি তুলে
iii. স্বাধীনতা সংগ্রামের ভিত্তিপ্রস্তর তৈরি করে
অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে ছয় দফার অন্তর্ভুক্ত দফা হয়-
i. রাজস্ব ধার্য ও আদায়ের ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে
ii. দেশের দু অংশে দুটি পৃথক ও সহজে বিনিময়যোগ্য মুদ্রা থাকবে
iii. কেন্দ্রীয় সরকারের হাতে দেশরক্ষা ও পররাষ্ট্র বিষয় থাকবে
ছয় দফা কর্মসূচিতে ছিল-
i. সরকার হবে সংসদীয় পদ্ধতির
ii. কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে দেশরক্ষা ও পররাষ্ট্র
iii. আঞ্চলিক সরকারের হাতে সকল প্রকার কর ধার্য ও আদায় করার ক্ষমতা থাকবে
পাকিস্তানি শাসনামলে বাংলার তেইশ বছরের ইতিহাস-
i. শোষণের
ii. আনন্দময়
iii. বেদনাবিধূর
ছয় দফা বাঙালির মুক্তির সনদ। কারণ এর ভিত্তিতে-
i. বাঙালি স্বাধীনতা লাভ করে
ii. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে অনুপ্রাণিত করে
iii. বাঙালি ন্যায্য অধিকার লাভ করে
৬ দফা ও ১১ দফার মূল লক্ষ্য ছিল-
i. গণতন্ত্রের পূর্ণ বাস্তবায়ন
ii. স্বশাসন
iii. পাকিস্তানের দু অংশের বৈষম্য দূরীকরণ
ছয় দফা আন্দোলনের সাথে শ্রমিকদের যেসব দাবি যুক্ত হয়-
i. মজুরি বৃদ্ধি
ii. বোনাস-ভাতা আদায়
iii. ট্রেড ইউনিয়নের দাবি
পশ্চিম পাকিস্তানিরা শ্রদ্ধা করে নি-
i. ১৯৫৪ সালের গণরায়কে
ii. ১৯৬৯ সালের গণরায়কে
iii. ১৯৭০ সালের গণরায়কে
ছয় দফার প্রথম দফায় উল্লেখ ছিল-
i. পাকিস্তান হবে একটি যুক্তরাষ্ট্র
ii. এ সরকার হবে সংসদীয় পদ্ধতির
iii. দুই অঞ্চলে সহজে বিনিময়যোগ্য দৃটি পৃথক মুদ্রা থাকবে
আগরতলা মামলার অন্যতম প্রধান আসামি কে ছিলেন?