সিকান্দার আদিল শাহ কত খ্রিষ্টাব্দে ইন্তেকাল করেন?
গোলকুন্ডার সুলতান ছিলেন কে?
ইসলামের একনিষ্ঠ ভক্ত এবং সুন্নি মতবাদের জন্য ভারতের সকল স্তরের মুসলমানের নিকট 'জিন্দাপির' নামে সুপরিচিত ছিলেন-
কত খ্রিষ্টাব্দে সম্রাট আওরঙ্গজেব মৃত্যুবরণ করেন?
আওরঙ্গজেব কত বছর মুঘল সাম্রাজ্যের শাসক ছিলেন?
আধুনিক গবেষকগণ কাকে মুঘল ভারতের সর্বশেষ এবং অন্যতম শ্রেষ্ঠ সম্রাট হিসেবে অভিহিত করেছেন?
কুরআন শরিফ নকল করে এবং হাতে টুপি সেলাই করে কোন সম্রাট নিজের জীবন নির্বাহ করতেন?
কার তত্ত্বাবধানে 'ফুতুয়া-ই- আলমগিরি' রচিত হয়?
'ফুতুয়া-ই-আলমগিরি' কোন ধরনের গ্রন্থ?
বৃদ্ধ সম্রাট আওরঙ্গজেব কেন তার বিশাল সাম্রাজ্য পুত্রদের মধ্যে বণ্টন করে দেন?
বাহাদুর শাহ মৃত্যুবরণ করেন কত খ্রিষ্টাব্দে?
বাহাদুর শাহের মৃত্যুর পর কে সিংহাসনে আরোহণ করেন?
মুঘল সাম্রাজ্যের অবসান ঘটে কত খ্রিস্টাব্দে?
সম্রাট আওরঙ্গজেব অগাধ জ্ঞান অর্জন করেছিলেন-
i. নীতিবিদ্যায়
ii. আরবি সাহিত্যে
iii. আইন শাস্ত্রে
নিচের কোনটি সঠিক?
মারাঠারা ছিল-
i. অসীম সাহসী
ii. তেজস্বী
iii. যুদ্ধপ্রিয় জাতি
একজন ধর্মপ্রাণী সুন্নি মুসলমান হিসেবে সম্রাট আওরঙ্গজেব যেসব কার্যকলাপ সহ্য করতেন না-
i. অসামাজিক
ii. ইসলাম ধর্মীয়
iii. ইসলাম বিরোধী
আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির মূল উদ্দেশ্য-
i. মারাঠাদের দমন
ii. সাম্রাজ্যের বিস্তৃতি সাধন
iii. সাম্রাজ্যের পতন
ইংরেজরা শাহ আলমকে সম্রাটরূপে স্বীকৃতি দান করে এবং বার্ষিক ২৬ লক্ষ টাকা রাজস্বের বিনিময়ে যেখানকার দেওয়ানি লাভ করেন-
i. বাংলা
ii. বিহার
iii. উড়িষ্যা
আওরঙ্গজেবের দুর্বল বংশধরদের রাজত্বকালে যেসব কারণে মুঘল সাম্রাজ্যের ভীতকে প্রকম্পিত করে তোলে-
i. রাজপুত, মারাঠা ও শিখ বিদ্রোহ
ii. হিন্দু জাগরণ
iii. সুন্নি মুসলমানদের বিরোধিতা
মুঘল বংশের সর্বশেষ শাসক কে ছিলেন?