কে ধর্মপ্রাণ মুসলিম হিসেবে ইসলামের একনিষ্ঠ সেবক ছিলেন এবং শরীআতের বিধান মেনে চলতেন?
কারা শাহজাহানের সমৃদ্ধি, প্রাচুর্য, সম্পদ-সন্তার জাঁকজমক দেখে বিস্মিত হয়?
উত্তরাধিকার সংঘর্ষে আওরঙ্গজেবের সাফল্যের অন্যতম কারণ ছিল তার-
i. রাজনৈতিক দূরদর্শিতা
ii. কূটনৈতিক প্রজ্ঞা
iii. ইস্পাত কঠিন সংকল্প এবং দৃঢ় আত্মপ্রত্যয়
নিচের কোনটি সঠিক?
শাহজাহানের দরবারের শ্রেষ্ঠ ঐতিহাসিকদের মধ্যে ছিলেন-
i. 'বাদশানামা'র রচয়িতা আবদুল হামিদ লাহোরী
ii. 'শাহজাহাননাম'র রচয়িতা এনায়েত খান
iii. 'আমলশাহী'র রচয়িতা মুহাম্মদ সালেহ
কোন মুঘল সম্রাটকে জিন্দাপির বলা হয়?
আওরঙ্গজেব কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
আওরঙ্গজেব কোথায় জন্মগ্রহণ করেন?
আওরঙ্গজেব কত বছর দাক্ষিণাত্যের সুবাদার ছিলেন?
১৬৫৮ খ্রিষ্টাব্দে সামুগড়ের যুদ্ধে জয়লাভ করে কে নিজেকে দিল্লির সম্রাট বলে ঘোষণা করেন?
কার নির্দেশে সাম্রাজ্যে মদ্যপান নিষিদ্ধ ঘোষিত হয়?
কার সময় হতে মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের বেতন দানের ব্যবস্থা করা হয়?
কার নেতৃত্বে মারাঠারা ক্ষমতা বৃদ্ধি করতে থাকে?
আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতিকে মূলত কয়টি ভাগে ভাগ করা যায়?
আওরঙ্গজেবকে ১৬৮০ থেকে ১৭০৭ খ্রিষ্টাব্দে মৃত্যুর পূর্ব পর্যন্ত কোথায় অবস্থান করতে হয়?
১৬২৭ খ্রিস্টাব্দে শিবাজী কোথায় জন্মগ্রহণ করেন?
শিবাজী দাক্ষিণাত্যে প্রবল পরাক্রমশালী হয়ে উঠলে আওরঙ্গজেব তাকে দমন করার জন্য কাকে প্রেরণ করলেন?
দাক্ষিণাত্য বিজয়ের ফলে কে ভারত উপমহাদেশে একচ্ছত্র সার্বভৌম সম্রাটের মর্যাদা লাভ করেন?
দাক্ষিণাত্যে সাম্রাজ্য বিস্তৃতির ফলে যেসব শক্তির উত্থানের পথ সুবিস্তৃত হয়-
বিজাপুরের সুলতান কে ছিলেন?
কত খ্রিষ্টাব্দে আওরঙ্গজেব বিজাপুর দখল করেন?