"রাজনৈতিক দূরদর্শিতা এবং বিচক্ষণতা দ্বিতীয় ওমরের দুর্বল উত্তরাধিকারীদের ছিল না।"- বাক্যটিতে প্রকাশ পেয়েছে-
i. অযোগ্যতা
ii. অক্ষমতা
iii. অদূরদর্শিতা
নিচের কোনটি সঠিক?
দ্বিতীয় ইয়াজিদ শাসক হিসেবে ছিলেন-
i. অযোগ্য
ii. অদক্ষ
iii. দুর্বল
"সুযোগ বুঝে উমাইয়াদের উৎখাত করার জন্য খারিজিগণ বিদ্রোহ ঘোষণা করে।"- বাক্যটিতে প্রকাশ পেয়েছে খারিজিদের-
i. উমাইয়া উৎখাত প্রবণতা
ii. সুযোগসন্ধানী গুণ
iii. বিদ্রোহ দমন
সাম্রাজ্য যখন এক ভয়াবহ বিপদের সম্মুখীন তখনও দ্বিতীয় ইয়াজিদ ব্যস্ত থাকতেন-
i. মদ্যপান নিয়ে
ii. নর্তকী নিয়ে
iii. আমোদ-প্রমোদ নিয়ে
দ্বিতীয় ইয়াজিদকে উপাধি দেওয়া হয়-
i. অমিতব্যয়ী উমাইয়া সন্তান
ii. আরামপ্রিয় দুর্বল শাসক
iii. অধার্মিক স্বৈরাচারী শাসক
খলিফা হিশাম ছিলেন-
i. ধার্মিক
ii. সুপণ্ডিত
iii. বিদ্যোৎসাহী
হিশাম নির্মম ও কঠোর ব্যবস্থা নিতে কখনোই দ্বিধাবোধ করেন নি-
i. অসত্যের বিরুদ্ধে
ii. সততার বিরুদ্ধে
iii. ব্যভিচারের বিরুদ্ধে
দিওয়ান আল-জুনদের প্রধান দায়িত্ব ছিল-
i. সেনা সদস্য নিয়োগকরণ
ii. সৈনিকদের তালিকা সংরক্ষণ
iii. ভাতা প্রদান
পূর্বাঞ্চলে সেনা সদস্য সংগ্রহের প্রধান কেন্দ্র ছিল-
i. কুফা
ii. বসরা
iii. ওয়াসিত
খোলাফায়ে রাশেদীনের সময় মুসলিম সমাজ ছিল-
i. সহজ
ii. সরল
iii. অনাড়ম্বর
মাওয়ালীদেরকে বলা হতো-
i. নবদীক্ষিত মুসলমান
ii. আশ্রিত
iii. দ্বিতীয় শ্রেণির নাগরিক
উমাইয়া শাসনামলে দরবার হলে খলিফার সম্মুখে ভাগ থাকত-
i. সাধারণ দর্শনার্থী
ii. রাজ্যের গণ্যমান্য ব্যক্তিবর্গ
iii. সাধারণ জনগণ
শুধুমাত্র তাদেরকেই 'আল-কামিল' উপাধি প্রদান করা হতো। যারা-
i. বিশুদ্ধ ভাষায় আরবি শিখতে পারে
ii. আরবি পড়তে পারে
iii. আরবি লিখতে পারে
"আরবরা নিরক্ষর হলেও তাদের অসাধারণ স্মৃতিশক্তি, বাস্মিতা এবং কবিতা চর্চায় মননশীলতার পরিচয় পাওয়া যায়।"- বাক্যটিতে প্রকাশ পেয়েছে-
i. নিরক্ষরতা
ii. কাব্যপ্রীতি
iii. অক্ষমতা
আরবীয় কবিতার বিষয়বস্তু ছিল মূলত
i. নারী প্রেম
ii. বংশ গৌরব
iii. যুদ্ধবিগ্রহের কাহিনী
উদ্দীপকের আসাদুজ্জামানের সাথে কোন শাসকের মিল রয়েছে?
উক্ত শাসকের সৈন্যরা ঐক্যবদ্ধ হয়-
i. বেতন বর্ধিত করায়
ii. খেতাব দান করায়
iii. ভয় পেয়ে
উদ্দীপকে মফিজ চৌধুরীর সাথে কোন উমাইয়া শাসকের সাদৃশ্য রয়েছে?
কত খ্রিস্টাব্দে তৃতীয় আব্দুর রহমান নিজেকে স্পেনের খলিফা হিসেবে ঘোষণা করেন?
উদ্দীপকে উল্লিখিত বাবরের সাথে স্পেনের কোন শাসকের সাদৃশ্য রয়েছে?