রাজনৈতিক কুফা হতে দামেস্কে স্থানান্তর করার ফলে-
i. রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সিরিয়াবাসিগণ সর্বময় ক্ষমতার অধিকারী হয়
ii. মদিনা ও কুফাবাসী রাজকার্যে তাদের গুরুত্ব হারায়
iii. রাজ্যের উন্নতি সাধিত হয়
নিচের কোনটি সঠিক?
মুয়াবিয়া তাঁর গুণাবলি দ্বারা সমগ্র সিরিয়া প্রদেশে সুশাসন প্রতিষ্ঠা করেন। তাঁর গুণাবলির মধ্যে উল্লেখযোগ্য-
i. কর্মক্ষমতা
ii. কর্তব্যনিষ্ঠা
iii. প্রশাসনিক ক্ষমতা
মুয়াবিয়া একজন সুদক্ষ এবং প্রতিভাবান শাসক ছিলেন। বাক্যটিতে মুয়াবিয়ার যে দিকটি ফুটে উঠেছে তা হলো-
i. দক্ষতা
ii. ক্ষমতা
iii. প্রতিভা
মুয়াবিয়া ছিলেন-
i. একজন শ্রেষ্ঠ বক্তা
ii. বিনয় স্বভাবের লোক
iii. মার্জিত রুচি এবং শ্রেষ্ঠ স্বভাবের লোক
ইয়াজিদ ছিলেন-
i. পাপাসক্ত
ii. নীতিজ্ঞানহীন
iii. মদ্যপায়ী
ইয়াজিদের শাসনকাল দুষ্কর্মের জন্য কুখ্যাত, কেননা তার শাসনামলে-
i. হোসাইনকে হত্যা করা হয়
ii. মদিনা লুণ্ঠন করা হয়
iii. কা'বার ওপর হামলা ও অগ্নিসংযোগ করা হয়
আবু-সুফিয়ান গোত্রের অবসান ঘটার কারণ-
i. দ্বিতীয় মুয়াবিয়ার প্রশাসনিক দুর্বলতা
ii. শাসনকর্তাগণের আধিপত্যের বিস্তার
iii. শাসনকর্তাদের স্বাধীনভাবে কার্যপরিচালনা ক্ষমতা
আব্দুল মালিক ছিলেন একজন-
i. কঠোর শাসক
ii. বিজয়ী বীর
iii. বিখ্যাত নির্মাতা
আব্দুল মালিক খালিদ-বিন-ইয়াজিদকে স্বীয় দলভুক্ত করেন-
i. প্রলোভন দ্বারা
ii. কৌশল দ্বারা
iii. অর্থের দ্বারা
খলিফা আব্দুল মালিকের অন্যতম কৃতিত্ব হলো-
i. জাতীয় টাকশাল নির্মাণ
ii. আরবি মুদ্রার প্রচলন
iii. ডাক ব্যবস্থার প্রচলন
হাজ্জাজ-বিন-ইউসুফ রাষ্ট্রের রাজস্ব বৃদ্ধির জন্য-
i. মাওয়ালিকে গ্রামে ফিরতে বলেন
ii. কৃষিকাজ করতে বলেন
iii. জিজিয়া বা খারাজ প্রদান করতে বলেন
আব্দুল মালিক ইসলামের ইতিহাসে একটি গৌরব দীপ্ত অধ্যায়ের সূচনা করেন-
i. ডাক বিভাগের সংস্কার করে
ii. রাজস্ব ব্যবস্থার আমূল পরিবর্তন সাধন করে
iii. আরবিকে সরকারি ভাষার মর্যাদাদান করে
হযরত আলীর হত্যার পর হতে খিলাফত নিয়ে যে দ্বন্দ্বকলহের সূত্রপাত ঘটেছিল ইবনে যুবায়েরের পতনের পর তার অবসান ঘটে। এর ফলে-
ⅰ. আরবীয় মুসলমানদের প্রাধান্য খর্ব হয়
ii. সিরীয় মুসলমানদের প্রাধান্য সুপ্রতিষ্ঠিত হয়
iii. মুসলিম জাহানের উন্নতি সাধিত হয়,
ওয়ালিদ-বিন-আবদুল মালিকের রাজত্বকালে সাম্রাজ্যে কোনো অরাজকতা ছিল না। ফলে-
i. জনগণের ক্ষমতা বৃদ্ধি পায়
ii. জনগণের সুখ-শান্তি বৃদ্ধি পায়
iii. স্থাপত্যশিল্পের ব্যাপক উন্নতি সাধিত হয়
দাহিরের বিশাল বাহিনীর বিরুদ্ধে বিন-কাশিমের বিজয়ের কারণ-
i. জাতিভেদ প্রথার কঠোরতা
ii. স্বৈরাচারী নীতি
iii. দাহিরের অদূরদর্শিতা
শাসক ও শাসিতের মধ্যে পরস্পর সহানুভূতি ও সৌহার্দের অভাব জাতীয় জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। বাক্যটিতে প্রকাশ পেয়েছে-
i. জাতিভেদ প্রথা
ii. শাসক ও শাসিতের অনৈক্য
iii. স্বৈরাচারী নীতি
মুহাম্মদ-বিন-কাশিম বিজিত অঞ্চলের জনগণকে বিভক্ত করেন-
i. কৃষিজীবী শ্রেণিতে
ii. কারিগর শ্রেণিতে
iii. বণিক শ্রেণিতে
শাসকশ্রেণি ও অভিজাত সম্প্রদায় ছাড়া সমাজে মধ্যবিত্ত ও নিম্নশ্রেণির লোকেরা অত্যন্ত দুর্দশাগ্রস্ত এবং বিপন্ন জীবনযাপন করত। বাক্যটি প্রকাশ পেয়েছে-
i. মধ্যবিত্ত ও নিম্নশ্রেণির নিম্নমানের জীবনযাত্রা প্রণালি
ii. মধ্যবিত্ত ও নিম্নশ্রেণির লোকদের শোচনীয় অবস্থা
iii. শাসকশ্রেণি ও অভিজাত সম্প্রদায়ের ক্ষমতা
"ওয়ালিদ নিজে বড় রকমের যোদ্ধা না হলেও অত্যন্ত সৌভাগ্যশালী ছিলেন।"- বাক্যটিতে প্রকাশ পেয়েছে-
i. তিনি যোদ্ধা ছিলেন না
ii. তাঁর ভাগ্য ভালো ছিল
iii. তাঁর ভাগ্য ভালো ছিল না
খলিফা দ্বিতীয় ওমরকে 'মুজাদ্দিদ' বা 'ধর্ম সঞ্জীবক' নামেও অভিহিত করা হয়েছে-
i. তাঁর সুগভীর ধর্মানুরাগের জন্য
ii. ধর্মপ্রচারের অক্লান্ত প্রচেষ্টার জন্য
iii. রাজস্ব সংস্কারের জন্য