মহানবি (স.)-এর মদিনায় হিজরতের কারণ হলো
i. মদিনার পরিবেশ
ii. মক্কাবাসীদের ষড়যন্ত্র
iii. ইসলাম প্রচারে সহায়ক
নিচের কোনটি সঠিক?
মুহাম্মদ (স.)-কে ত্রাণকর্তারূপে গণ্য করে অভ্যর্থনা জানানোর জন্য মদিনায় অপেক্ষা করছিল মদিনার-
i. ইহুদিগণ
ii. খ্রিস্টানগণ
iii. মুসলিমগণ
মক্কা নগরীতে আল্লাহ প্রেরিত এক মহাপুরুষের আবির্ভাব সম্পর্কে পূর্বেই অবগত ছিল-
i. মুসলমানরা
ii. খ্রিস্টানরা
iii. ইহুদিরা
মহানবি (স.) মক্কায় ছিলেন একজন ধর্মপ্রবর্তক। কিন্তু হিজরতের ফলে মদিনায় এসে তিনি হলেন-
i. রাজনৈতিক নেতা
ii. কূটনীতিবিদ
iii. দক্ষ প্রশাসক
কুরাইশদের অত্যাচারে মহানবি (স.) মদিনায় হিজরত করেছিলেন। বর্তমানে কোনো সরকার মুসলমানদের ওপর অত্যাচার করলে করণীয় হলো-
1. দেশে প্রতিবাদ করতে হবে
ii. বিদেশ চলে যেতে হবে
iii. দীনের বৃহত্তম স্বার্থে স্বদেশ ত্যাগ করতে হবে
বিভিন্ন সম্প্রদায়ের লোকদের সাহায্য ও সহানুভূতি ছাড়া আরবভূমিতে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না। বাক্যটিতে যে সম্প্রদায়ের কথা বলা হয়েছে-
i. কুরাইশ
ii. আউস
iii. খাযরাজ
মুহাম্মদ (স.) আগমনের প্রাক্কালে বিরোধী দলগুলো পরস্পর অন্তর্দ্বন্দ্বে লিপ্ত থাকায় মদিনায় সর্বত্র বিরাজমান ছিল-
i. অরাজকতা
ii. অস্থিতিশীলতা
iii. বিশৃঙ্খলা
মদিনা সনদের মধ্য দিয়ে হযরত মুহাম্মদ (স.)-এর যে গুণের প্রকাশ ঘটেছে তা হলো-
i. রাজনৈতিক বিচক্ষণতা
ii. ধর্মীয় পান্ডিত্য
iii. কূটনৈতিক দূরদর্শিতা
কুরাইশরা মদিনাবাসীদের নিশ্চিহ্ন করার দৃঢ় প্রত্যয় গ্রহণ করে। কারণ-
i. ইসলামী প্রজাতন্ত্র গঠিত হয়
ii. মদিনা সনদ প্রণীত হয়
iii. নবদীক্ষিত মুসলমানদের আধিপত্য বিস্তার হয়
বহু প্রাচীনকাল থেকেই মক্কার সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিল-
i. সিরিয়ার
ii. মিসরের
iii. আবিসিনিয়ায়
মুসলমানদের জীবনে বদর যুদ্ধের প্রভাব-
i. মুসলমানদের মনে আত্মবিশ্বাস সৃষ্টি করে
ii. বিধর্মীদের বিরুদ্ধে জিহাদের অনুপ্রেরণা প্রদান করে
iii. মুসলমানদের দান্তিকতা বাড়িয়ে দেয়
বদর যুদ্ধে কুরাইশগণ যে কোন দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল-
i. আর্থিক
ii. সামাজিক
iii. রাজনৈতিক
বদর যুদ্ধের বিজয় হযরত (স.)-কে মর্যাদা দান করে একজন-
i. পরাক্রমশীল যোদ্ধা হিসেবে
ii. সুদক্ষ সমরনায়ক হিসেবে
iii. বিচক্ষণ শাসক হিসেবে
মুসলমানদের বদর বিজয়ের ফলে শঙ্কিত হয়ে পড়ে-
1. ইহুদিরা
iii. কুরাইশরা
উহুদের যুদ্ধ ছিল প্রকৃতপক্ষে মুসলমানদের-
i. ঈমানের পরীক্ষা
ii. ধৈর্যের পরীক্ষা
iii. রণকৌশলের পরীক্ষা
উহুদ যুদ্ধের পরাজয় মুসলিম সামরিক বাহিনীকে করে তোলে-
i. বিশৃঙ্খলা
ii. সুশৃঙ্খল
iii. দায়িত্বশীল
কুরাইশ, ইহুদি এবং যাযাবর বেদুঈনদের নিয়ে একটি ত্রিশক্তি সামরিক জোট গঠিত হয় এবং তাদের উদ্দেশ্য ছিল-
i. মদিনার নবপ্রতিষ্ঠিত মুসলিম রাষ্ট্র ধ্বংস করা
ii. মদীনার অর্থসম্পদ লুট করা
iii. মুহাম্মদ (স.)-কে ধ্বংস করা
হযরত (স.)-কে মদিনায় আসার জন্য আমন্ত্রণ জানায়-
i. ইহুদিরা
ii. আউস ও খাযরাজ সম্প্রদায়
iii. খ্রিস্টানরা
হুদায়বিয়ার সন্ধিকে কুরআন শরীফে অভিহিত করা হয়েছে-
i. ফতহুম মুবিন বলে
ii. মহাবিজয় বলে
iii. শান্তির চুক্তি বলে
হুদায়বিয়া সন্ধির ফলে-
i. ইসলামের রাষ্ট্রীয় ও ধর্মীয় মর্যাদা বৃদ্ধি পায়
ii. কুরাইশদের ক্ষমতা খর্ব হয়
iii. ইসলাম সম্প্রসারিত হয়