হযরত মুহাম্মদ (স.)-এর যে কন্যার সাথে হযরত ওসমান (রা.) বিয়ে হয়েছিল-
i. ফাতেমা
ii. রোকেয়া
iii. কুলসুম
নিচের কোনটি সঠিক?
যার মাধ্যমে মহানবি (স.) একটি ভয়াবহ রক্তপাত বন্ধ করতে সক্ষম হন-
i. উপস্থিত বুদ্ধি
ii. অসাধারণ ব্যক্তিত্ব
iii. বিচক্ষণতা
হযরত মুহাম্মদ (স.) বিচার ফয়সালার ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠান করেছিলেন-
i. যুক্তিতর্কের ভিত্তিতে
ii. নিরপেক্ষতা অবলম্বন করে
iii. ন্যায়বিচার প্রতিষ্ঠা করে
হযরত মুহাম্মদ (স.)-কে ব্যথিত করে তোলে-
i. পাশবিকতা
ii. রক্তক্ষয়ী যুদ্ধ
iii. পারস্পরিক কলহ-দ্বন্দ
প্রথম দিকে মুহাম্মদ (স.)-এর সাহাবিগণ-
i. খেজুর পাতায় লিখে রাখতেন
ii. পাথরে লিখে রাখতেন
iii. মুখস্থ করে রাখতেন
মহাগ্রন্থ আল-কুরআনের সূরাগুলো নাজিল হয়েছে-
i. মক্কা
ii. মদিনায়-
iii. রিয়াদে
প্রত্যেক সূরায় বিশেষভাবে আলোচিত হয়েছে-
i. আল্লাহর একত্ববাদ
ii. পাপপুণ্যের হিসাব
iii. দোযখ, বেহেশত ও পরকালের শাস্তিমূলক ব্যবস্থা
মহাগ্রন্থ আল-কুরআন বিধিবিধান দেওয়া আছে-
i. অসহায় নারীর অধিকার সংক্রান্ত আইন
ii. রাষ্ট্র শাসনের সুষ্ঠু পরিকল্পনা
iii. সমাজ কাঠামোর বিনির্মাণ
মহাগ্রন্থ আল-কুরআনের ক্ষেত্রে প্রযোজ্য-
i. অলৌকিক ও শ্রেষ্ঠ
ii. ১৪শ বছর পরেও একটি অক্ষর পরিবর্তিত হয় নি
iii. কিয়ামত পর্যন্ত প্রতিটি অক্ষর অপরিবর্তিত থাকবে
কুরাইশ নেতাগণ হযরত মুহাম্মদ (স.)-কে ধর্মদ্রোহী পাগল বলে আখ্যায়িত করেন। কারণ তিনি-
i. মূর্তিপূজা পরিত্যাগ করতে বলেন
ii. ইসলাম ধর্ম গ্রহণের আহ্বান জানান
iii. প্রকাশ্যভাবে ধর্মপ্রচার শুরু করেন
হযরত মুহাম্মদ (স.)-এর চলার পথে কাঁটা বিছিয়ে দেয়-
i. আবু জেহেল
ii. উম্মুল জামিল
iii. হিন্দা
ইসলাম প্রচারে কুরাইশদের বিরোধিতার কতকগুলো কারণ ছিল। কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য-
i. তারা পৌত্তলিকতায় বিশ্বাসী ছিল
ii. তারা প্রগতিশীল সমাজব্যবস্থার তীব্র বিরোধী ছিল
iii. মূর্তিপূজাকে বর্জন করতে পারে নি
আবিসিনিয়ায় গমন নবদীক্ষিত মুসলমানদের পরিচয় বহন করে-
i. বলিষ্ঠ সংকল্পের
ii. দৃঢ় আত্মবিশ্বাস
iii. আধ্যাত্মিক শক্তির
মহানবি (স.)-এর জীবনকে বিষময় করে তুলেছিল-
i. কাফেরদের নির্যাতন
ii. কাফেরদের নিপীড়ন
iii. কাফেরদের অত্যাচার
রাসুল (স.)-এর হিজরতের পূর্বে মদিনায় পরস্পর হিংসাত্মক কলহে লিপ্ত ছিল-
i. আউস গোত্র
ii. বনু নজির
iii. খাযরাজ
কুরাইশগণ হিজরত করতে মুসলমানদের বাধ্য করেছিলেন, কারণ-
1. কাবাঘরের পৌরহিত্য ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব হারানোর ভয়
ii. তাওহিদের আদর্শ কুরাইশদের নীতি বিরুদ্ধ
iii. ক্ষমতা হারানোর ভয়
আল্লাহর নির্দেশে মহানবি (স.)-এর মদিনায় হিজরতের মাধ্যমে দূর হয়-
i. মক্কা জীবনের লাঞ্ছনা-বঞ্চনা
ii. অবমাননা অপমান
iii. ভয়ভীতি
মহানবি (স.) ইয়াসরিব গমন করে এর নাম রাখেন-
i. নবির শহর
ii. প্রসিদ্ধ নগরী
iii. মদিনাতুন্নবী
হিজরতের আভিধানিক অর্থ হলো-
i. স্থানান্তর করা
ii. দেশত্যাগ করা
iii. অবস্থান করা
হিজরতের মূল লক্ষ্য ছিল-
i. জীবনের নিরাপত্তা বিধান
ii. মক্কা নগরীকে রক্ষা
iii. ইসলামকে সুপ্রতিষ্ঠিত করা