আল্লাহ তা'আলার সৃষ্টিকুলের প্রতি মানুষের কর্তব্য পালন করাকে কী বলে?
সালাত শেষ হয়ে গেলে তোমরা জমিনে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো। আয়াতে কোনটির তাগিদ দেওয়া হয়েছে?
নারী নির্যাতনের প্রধান কারণ কী?
খিদমতে খালকের আওতায় মানুষের দায়িত্ব হলো-
মানবাধিকার কী?
নারী জাতিকে আজন্ম পাপের মিথ্যা অপবাদ থেকে মুক্তি দিয়েছে কোন ধর্ম?
জনাব সোহরাব তার ভাইয়ের সম্পত্তি অবৈধভাবে ভোগ দখল করেছে। তার এ কাজটি ইসলামের দৃষ্টিতে –
ইসলামি পরিবারে কারা সম্পদ ও সন্তানের অভিভাবক?
ইসলামি পরিবারে অর্থব্যবস্থার মৌলিক দিক কোনটি?
ইসলাম উক্ত ক্ষেত্রে অনুমতি দিয়েছে-
i. প্রতিবাদ করার
ii. অধিকার প্রতিষ্ঠার
iii. হত্যা করার
নিচের কোনটি সঠিক?
ইসলামি পরিবারব্যবস্থা প্রয়োজন কেন?
মানব সভ্যতার প্রকৃত বিকাশ ও লালনক্ষেত্র কোনটি?
ইসলামি পরিবারের সদস্যরা পরম সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকে কেন?
ইসলামিক পারিবারিক ব্যবস্থার মাধ্যমে নিশ্চিত করা সম্ভব-
i. মানুষের নিরাপত্তা
ii. মানবসভ্যতার স্থায়িত্ব
iii. রাজনৈতিক স্থিতিশীলতা
'যে নারীদের বিয়ে করা হারাম তাদের ছাড়া অন্য সবাইকে বিয়ে করা তোমাদের জন্য হালাল করা হয়েছে।'- এটি কার বাণী?
সন্তানকে পবিত্রতা ও পরিচ্ছন্নতায় অভ্যস্ত করবেন কারা?
জীবনের বিভিন্ন পর্যায়ে সন্তান যে আদর্শ ও নীতির অনুসরণ করবে সে ব্যাপারে প্রয়োজনীয় নসিহত করা কার দায়িত্ব?
গর্ভবতী মায়ের দৈহিক ও মানসিক দিক দিয়ে সুস্থ থাকা প্রয়োজন কেন?
একটি শিশুর জীবনে সবচেয়ে প্রভাবক চরিত্র কোনটি?
ইসলামি পরিবারে পিতার অর্থনৈতিক দায়িত্ব কোনটি?