চিকিৎসাশাস্ত্রের প্রথম বিশ্বকোষ বলা হয় কোন গ্রন্থকে?
'আল কানুন আল মাসউদী' কার রচিত গ্রন্থ?
মক্তব শব্দের অর্থ কী?
ষাটগম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা কয়টি?
হাদিসে অপ্রয়োজনীয় বিষয় পরিত্যাগ করাকে কী হিসেবে উল্লেখ করা হয়েছে?
মাওলানা মাহবুবুর রহমান আত্মীয়-স্বজনের খোঁজ-খবর রাখেন। পাড়া-প্রতিবেশী, গরিব-দুঃখীদের দান-সদকা করেন। তার আচরণে ইসলামি সংস্কৃতির কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
'তুমি তোমার রবের পথে মানুষকে ডাক হিকমত ও বুদ্ধিমত্তার সাথে।' এটি কোন ধারণাকে প্রতিষ্ঠিত করে?
মুমিনদের জন্য দীনি দাওয়াত গুরুত্বপূর্ণ -
i. ইমান টিকিয়ে রাখার জন্য
ii. মুমিন থাকার জন্য
iii. জাহান্নাম থেকে মুক্তিলাভের জন্য
নিচের কোনটি সঠিক?
ইসলাম শিক্ষার ভিত্তি হলো-
i. কুরআন ও সুন্নাহ
ii. বিজ্ঞান ও প্রযুক্তি
iii. তাওহিদ ও রিসালাত
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি হলো-
i. চারিত্রিক উন্নয়নের স্থান
ii. ইসলাম শিক্ষার স্থান
iii. সংস্কৃতি চর্চার কেন্দ্র
এ সংস্কৃতির মাধ্যমে আমরা শিক্ষা পাই-
i. সদাচারণের
ii. নিয়মানুবর্তিতার
iii. মার্জিত পোশাক পরিধানের
মাসুদ স্যার কোন মনীষীর কথা বলেন?
মাওলানা আব্দুর রহিম বিভিন্ন পুস্তক রচনা করে ইসলামের বিভিন্ন বিষয় জনসম্মুখে তুলে ধরেন। তার এ কাজটি কীসের অন্তর্ভুক্ত?
ফাতিমাতুজ জোহরা প্রতিদিন অবসর সময়ে প্রতিবেশীদের কুরআন-হাদিসের কিছু বাণী পড়ে শোনান। ইসলামের দৃষ্টিতে তাকে কী বলা হবে?
মুসলিম উম্মাহর প্রতি আল্লাহর নির্দেশ কী?
জাবেদ একজন মুসলমান হিসেবে দাওয়াতি দায়িত্ব পালন করতে চায়। এজন্য তার করণীয় -
i. ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে মানুষকে ডাকা
ii. আল্লাহর হুকুমত পালনের জন্য আহ্বান করা
iii. নিজেকে যোগ্য প্রমাণের জন্য আহ্বান করা
শহিদুল ইসলাম তার সন্তানকে কোন প্রতিষ্ঠানে নিয়ে গেলেন?
খিদমতে খালকের মধ্যে কোনটি সর্বশ্রেষ্ঠ?
ধারাবাহিকতা বজায় রাখার জন্য তাওহিদের পরে কোনটির দাওয়াত দিতে হবে?
দাওয়াত প্রদানের মাধ্যম হলো-
i. সেমিনার
ii. শিক্ষাব্যবস্থা
iii. সামাজিক দল