কোন মাযহাবের অনুসারীর সংখ্যা বেশি?
ফিকহ শাস্ত্রের প্রসিদ্ধ চারটি মাযহাব কোনটির অন্তর্ভুক্ত?
নাস্তা খেতে বসা লোকগুলোর মধ্যে কোন গুণটি অনুপস্থিত?
শাহীন সাহেবের বক্তব্য মানার ফলে মানুষ-i. শয়তানের কুমন্ত্রনা হতে রক্ষা পাবেii. মনে আল্লাহর ভয় জাগ্রত হবেiii. পাশবিক কামনা হতে রেহাই পাবেনিচের কোনটি সঠিক?
আল্লাহ্ ও তাঁর রাসুল নির্দেশিত সব সুন্দর ও শুভ কাজকে কী বলে?
কোনটির মাধ্যমে শিক্ষাদান সহজ হয়?
উপমাকে শিক্ষাপ্রদ ও সত্য বিষয় হিসেবে জেনে কারা হেদায়েতের পথে আরো মজবুতভাবে পথ চলতে থাকে?
আল্লাহ্র দেওয়া উপমার কী খুঁজতে গিয়ে কাফিররা আরও বিভ্রান্ত হয়?
চরম স্বেচ্ছাচারিতার সাথে ওয়াদা করে কারা?
আল্লাহ্র সাথে মানুষের অঙ্গীকারের বিষয়টি কোথায় সম্পন্ন হয়েছিল?
আল্লাহ্ মানুষের আত্মাকে সর্বপ্রথম কী দান করেন?
মানুষের জীবনযাপনের মোট কয়টি পর্যায়?
মানুষের কল্যাণের জন্য আল্লাহ তায়ালা আকাশকে কয়টি স্তরে বিন্যাস্ত করেছেন?
পৃথিবীর যাবতীয় আয়োজন সম্পন্ন করে আল্লাহ্ কোনটির দিকে মনোযোগ দিলেন?
আল্লাহ্ তায়ালা তাদরই অন্তহীন পুরস্কার ও কল্যাণ দান করবেন যারা-
i. ইমানহীন সৎকর্ম করেছে
ii. ইমান এনেছে
iii. আমলে সালিহ সম্পন্ন করেছে
নিচের কোনটি সঠিক?
ফাসিকরা পৃথিবীতে কখনো কখনো লাভবান হলেও প্রকৃতপক্ষে তারা-
i. পৃথিবীতে মর্যাদা পাবে না
ii. পরকালে ভয়াবহ পরিণতির শিকার হবে
iii. চিরস্থায়ী ক্ষতির মধ্যে নিপতিত হবে
ইউসুফ সাহেব দৃঢ়তার সাথে বলেন, তার একমাত্র লক্ষ্য ও আকাঙ্ক্ষা হলো আল্লাহ্র অন্তহীন পুরস্কার ও কল্যাণ লাভ ৬৪০ করা। এজন্য তাকে-
i. ইমান আনতে হবে
ii. আমলে সালিহ সম্পন্ন করতে হবে
iii. শুধু দান করতে হবে
وَإِنْ كُنْتُمْ فِي رَيْبٍ مِمَّا نَزَلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِنْ مِثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُمْ مِنْ دُونِ اللَّهِ إِنْ كُنتُمْ صَدِقِينَ আয়াতের অন্তর্নিহিত ভাব-
ফাসিকরা নিজেদের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে চায় সমাজে-
i. শৃঙ্খলাবিরোধী কাজ করে
ii. বিপর্যয় সৃষ্টি করে
iii. ত্রাসের রাজত্ব কায়েম রেখে
ধর্মত শব্দের অর্থ কী?