মালিকি মাযহাব প্রতিষ্ঠিত হয় কোথায়?
'মুসলাহাত' নীতির প্রবক্তা কে?
'মুসলাহাত' অর্থ কী?
ইমাম মালিকি (র) 'ইসতিসলাহ'কে আইনের কততম উৎস হিসেবে মনে করেন?
ইমাম মালিক কত বছর শিক্ষা ও ফতওয়া দানের কাজে নিয়োজিত ছিলেন?
মদিনাবাসীরা কোন মাযহাবকে বেশি গুরুত্ব দিয়েছে?
মালিকি মাযহাবে কীসের ভিত্তিতে মাসয়ালা উদ্ভাবন করা হয়েছে?
কোন গ্রন্থকে মালিকি মাযহাবে ভিত্তি হিসেবে ধরা হয়?
ইমাম শাফিঈ (র) কার শিষ্য ছিলেন?
কাকে উসুলুল ফিকহর প্রতিষ্ঠাতা বলা হয়?
মধ্যমপন্থি মাযহাবের প্রবর্তক কে?
হাসানের কাজটি কোন ধরনের কাজ?
সাদেকের কাজটির ফলে তার-i. রোজাদারের সমান সওয়াব হবেii. ভ্রাতৃত্ববোধ জাগ্রত হবেiii. সহযোগিতা হ্রাস হবেনিচের কোনটি সঠিক?
কোন মাযহাবে কুরআনের মতো হাদিসকে ও ফরজ হিসেবে সাব্যস্ত করেছে?
'কিতাবুল উম্মা' কোন মাযহাবের সাথে সম্পর্কযুক্ত?
ইমাম হাম্বলি (র) কার আমলে বন্দি থেকে মুক্তি পান?
কোন মাযহাব অতিরিক্ত রক্ষণশীল?
প্রধান চার মাযহাবের মধ্যে হানাফি মাযহাবের জনপ্রিয়তা বেশি, কারণ এর মাসয়ালা- i. সহজ-সরলii তত্ত্ব-তথ্যভিত্তিকiii. কিয়াস বিরোধিনিচের কোনটি সঠিক?
ফিকহ সম্পাদনা বোর্ড থেকে ১০ জনকে পৃথক করে ইমাম আবু হানিফা (র) বিশেষ একটি পরিষদ গঠন করেন। এ পরিষদের উদ্দেশ্য ছিল- i ফিকহশাস্ত্রের বিশুদ্ধতা রক্ষাii. বিশেষ মাসয়ালাগুলো সন্নিবেশ করাiii. ফিকহশাস্ত্রের ব্যাপক প্রচার ও প্রসারনিচের কোনটি সঠিক?
হানাফি ফিকহের মাসয়ালাসমূহ প্রতিষ্ঠিত- i. তত্ত্বের ওপরii তথ্য হিকমতের ওপরiii. কল্যাণকামিতার ওপরনিচের কোনটি সঠিক?