মদিনা সনদ প্রণয়নের পূর্বে আইনের উৎস কী ছিল?
মহানবি (স)-এর নেতৃত্বে মদিনাবাসী কীভাবে নতুন জীবন লাভ করেন?
মহানবি (স) মদিনায় হিজরত করেন। কারণ-
i. কুরাইশদের ভয়ে ভীত হয়ে
ii. খাজরাজ গোত্রের অনুরোধে
iii. আল্লাহর নির্দেশে
নিচের কোনটি সঠিক?
মহানবি (স) মক্কায় ছিলেন একজন ধর্মপ্রবর্তক। কিন্তু হিজরতের ফলে মদিনায় এসে তিনি হলেন-
i. রাজনৈতিক নেতা
ii. কূটনীতিবিদ
iii. দক্ষ প্রশাসক
মদিনা সনদের মধ্য দিয়ে হযরত মুহাম্মদ (স)-এর যে গুণের প্রকাশ ঘটেছে তা হলো-
i. রাজনৈতিক বিচক্ষণতা
ii. ধর্মীয় পাণ্ডিত্য
iii. কূটনৈতিক দূরদর্শিতা
ইসলামি রাষ্ট্রের অমুসলিম অধিবাসীদের কী বলা হয়?
জিম্মি অর্থ কী?
মুআহহিদুন অর্থ কী?
গিবত করা কী?
অমুসলিমদের জমিতে উৎপাদিত ফসল থেকে কী আদায় করা হয়?
অমুসলিমদের অনাবাদী জমির খারাজ মওকুফ করেন কে?
ইশান্ত শর্মা একটি ইসলামিক রাষ্ট্রের অমুসলিম নাগরিক। সে রাষ্ট্রীয় কোন পদে নিয়োগ লাভ করতে পারবেন?
অমুসলিমদের অনাবাদী জমির খারাজ কে মওকুফ করেন?
উদ্দীপকে রাষ্ট্রের ভূমিকায় অমুসলিম নাগরিকের কোন অধিকার নিশ্চিত হয়েছে?
উদ্দীপকে বন্যার সময় কর্মকর্তা কর্মচারীদের ভূমিকা-
i. রাষ্ট্র স্বাবলম্বী হতে পারবে
ii. অন্য নাগরিকেরাও দানে উদ্বুদ্ধ হবে
iii. গরিব কর্মচারীরা অর্থ সংকটে পড়বে
সোনাপুর গ্রামে কোন সমাজব্যবস্থার চিত্র ফুটে উঠেছে?
উদ্দীপকে মি. ফিলিপের ক্ষেত্রে 'ক' রাষ্ট্রের ভূমিকা নির্দেশ করে-
উদ্দীপকে জনাব আকিলের ভূমিকার ফলে 'ক' রাষ্ট্র-
i. কল্যাণরাষ্ট্রে পরিণত হবে
ii. সিদ্ধান্ত গ্রহণে বাধার মুখোমুখি হবে
iii. নাগরিকের মতামতকে গুরুত্ব দেবে
নাসির উদ্দিনের মধ্যে শাসকের কোন নৈতিক ও চারিত্রিক গুণের অভাব রয়েছে?
ইসলামি রাষ্ট্রে শাসকের নৈতিক চারিত্রিক গুণাবলি হলো-
i. মুত্তাকি হওয়া
ii. ন্যায়নিষ্ঠ হওয়া
iii. আমানতদার হওয়া