মক্তব শিশুদের গড়ে তোলে-
কোনটি ছাড়া সকল ইবাদত অর্থহীন?
মক্তবে পড়া সোহানের সদাচার ও সৌন্দর্যবোধ দেখে মুগ্ধ তার চাচা নওশাদ মাহমুদ। এখানে মক্তবের কোন ধরনের কাজের ইঙ্গিত দেওয়া হয়েছে?
মক্তবে পড়াশোনা করে একজন মানুষ-
i. ভবিষ্যতে ভালো কিছু করার প্রেরণা লাভ করে
ii. শিশুরা প্রাথমিক ইসলামি শিক্ষা লাভ করে
iii. কুরআন-হাদিস শিক্ষা লাভ করে
নিচের কোনটি সঠিক?
ছোট ছোট শিশুরা প্রতিদিন মক্তবে একত্রিত হয়, ফলে তাদের মধ্যে গড়ে ওঠে
i. মমত্ববোধ
ii. সহমর্মিতা
iii. কর্তব্যবোধ
ইমান-আকিদার মূলকথা হলো-
i. আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই
ii. মুহাম্মদ (স) আল্লাহর বান্দা ও রাসুল
iii. ইবাদত ও আনুগত্যের যোগ্য একমাত্র আল্লাহ
জনাব তৌফিক ছেলে তুহিনকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান। এক্ষেত্রে তিনি-
i. ছেলেকে মক্তবে পাঠাবেন
ii. ছেলেকে কিন্ডারগার্টেনে ভর্তি করাবেন
iii. পরিবারে ইসলামের চর্চা বাড়াবেন
কুরআন শুদ্ধ করে শেখার উপযুক্ত স্থান কোনটি?
মক্তবের শিক্ষা শিক্ষার্থীকে-
আদর্শ ও নীতিবান মানুষ তৈরির শ্রেষ্ঠ প্রতিষ্ঠান কোনটি?
উদ্দীপকে উল্লিখিত "ক" রাষ্ট্রটি কোন প্রকৃতির?
উদ্দীপকের 'ক' রাষ্ট্রে অমুসলিমদের জন্য নাগরিক অধিকার হলো-
i. মুসলিমদের সমান
ii. মুসলিমদের চেয়ে বেশি
iii. অর্থনৈতিক নিরাপত্তা লাভ
ইতিহাসের প্রথম ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান কোনটি?
সাদেক এমন এক ধরনের প্রতিষ্ঠানের কথা বলেন যেখানে প্রতিদিন কোমলমনা শিশুদের ইসলামি শিক্ষা দেওয়া হয়। সাদেক কোন প্রতিষ্ঠানের কথা বলে?
কোমলমতি শিশুদের আদব-কায়দা শিক্ষা দিয়ে থাকে-
রফিক বলেন যে, এখানেই শিশুদের দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা হয়। এখানে কীসের প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে?
মক্তবে শিশুদের সর্বপ্রথম কী শেখায়?
মক্তবের মাধ্যমে শিশুদের কোন ধরনের শিক্ষা প্রদান করা হয়?
মক্তবে তৈরি করা হয়
i. আদর্শবান মানুষ
ii. নীতিবান মানুষ
iii. দেশপ্রেমিক নাগরিক
শফিপুর এলাকার চেয়ারম্যান মনির সাহেব নির্বাচিত হয়েই এলাকায় কিছু মক্তব গড়ে তোলেন। এর ফলে
i. এলাকায় শিক্ষার বিস্তার ঘটবে
ii. সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে
iii. শিশুরা আখিরাতমুখী জীবনে অভ্যস্থ হবে