কত বছর ধরে বিচারের পর হেস্টিংসকে অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়?
হেস্টিংস কার সাথে সন্ধি চুক্তি করেন?
হেস্টিংসকে বিভিন্ন অপরাধে অভিযুক্ত করা হয়-
i. উইলিয়াম পিটের চেষ্টায়
ii. ক্লাইভের চেষ্টায়
iii. লর্ড জান্ডাসের চেষ্টায়
নিচের কোনটি সঠিক?
হেস্টিংসের ক্ষমতা গ্রহণকালে-
i. আমেরিকা ব্রিটিশ শাসন থেকে বিচ্ছিন্ন ছিল
ii. বাংলা দ্বৈতশাসনের ফলে জর্জরিত ছিল
iii. ছিয়াত্তরের মন্বন্তরে জনপদ বিপন্ন ছিল
হেস্টিংসের পর গভর্নর জেনারেল হন কে?
লর্ড কর্নওয়ালিস কত সালে মিত্রসংঘ গঠন করেন?
সূর্যাস্ত আইনের ফলে কারা সর্বস্বান্ত হন?
জমিদারি নিলামে ওঠে কোন আইনের কারণে?
সূর্যাস্ত আইন প্রবর্তন করেন কে?
চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তন করা হয়?
চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে?
ইংরেজদের চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তনের উদ্দেশ্য ছিল-
লর্ড কর্নওয়ালিস কেমন ছিলেন?
এদেশের সামাজিক ইতিহাসে নতুন যুগের সূচনা ঘটান কে?
কর্নওয়ালিস কোন শহরটি অবরোধ করে টিপুকে সন্ধি করতে বাধ্য করেন?
অভি চিরস্থায়ী বন্দোবস্তু সম্পর্কে জানতে পারল। সে কার সম্পর্কে জানতে পারল?
চিরস্থায়ী বন্দোবস্তে ক্ষতিগ্রস্ত হয়েছিল-
i. জমিদাররা
ii. সরকার
iii. মুসলমানরা
ঘোর সাম্রাজ্যবাদী শাসক ছিলেন কে?
লর্ড ওয়েলেসলি গভর্নর জেনারেল হন কত সালে?
অধীনতামূলক মিত্রতা নীতির প্রথম শিকার হন কে?