ছিয়াত্তরের ভয়াল দুর্ভিক্ষে
i. বহু গ্রাম ও সবুজ প্রান্তর উজাড় হয়ে যায়
ii. বাংলার এক-তৃতীয়াংশ লোকের মৃত্যু ঘটে
iii. উর্বর জমি মরুভূমিতে পরিণত হয়
নিচের কোনটি সঠিক?
কার সময়ে আদালতের প্রধান ছিলেন নবাব অথবা নাজিম?
কে প্রথমবারের মতো একসালা বন্দোবস্ত চালু করেন?
রাজকোষের জন্য রাজস্ব বোর্ড গঠন করেন কে?
ওয়ারেন হেস্টিংসের শাসনের পূর্বে রাজকোষ কোথায় ছিল?
হেস্টিংস রাজকোষ কোথায় স্থানান্তর করেন?
কোম্পানির কর্মচারীদের বিনা শুল্কে ব্যক্তিগত বাণিজ্য বন্ধ করে দেন কে?
ওয়ারেন হেস্টিংস কোন বিচারব্যবস্থাকে অনুসরণ করে বিচার বিভাগকে সংস্কার করেন?
প্রত্যেক জেলায় দেওয়ানি ও ফৌজদারি আদালত স্থাপন করেন কে?
ওয়ারেন হেস্টিংসের অন্যতম কাজ হলো-
i. বাণিজ্য বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করা
ii. বিচার বিভাগকে রাজস্ব বিভাগ থেকে পৃথক করা
iii. জেলায় দেওয়ানি ও ফৌজদারি আদালত স্থাপন
ভারতীয় গভর্নর হেস্টিংস রাজকোষের শূন্যতা পূরণের জন্য পরপর দুটি নীতি গ্রহণ করেন। উক্ত নীতি দুটির সাথে সাদৃশ্য রয়েছে-
i. একসালা বন্দোবস্ত
ii. পাঁচসালা বন্দোবস্ত
iii. দশসালা বন্দোবস্ত
ব্রিটিশ পার্লামেন্ট থেকে হেস্টিংস কত লক্ষ পাউন্ড ঋণ গ্রহণ করেন?
হেস্টিংস ব্রিটিশ পার্লামেন্ট থেকে দশ লক্ষ পাউন্ড ঋণ গ্রহণ করেন কেন?
হেস্টিংস ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেন কেন?
রোহিলাখণ্ড জয়ে সুজাউদ্দৌলা কার সাহায্য প্রার্থনা করলেন?
সুজাউদ্দৌলা কত সালে রোহিলাখন্ড রাজ্যভুক্ত করেন?
প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ কার সময়ের একটি পররাষ্ট্র নীতি?
প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধে হেস্টিংস কার পক্ষ নেন?
সলবাই-এর সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে?
হেস্টিংস কত সালের সন্ধি মোতাবেক রঘুনাথ রাওয়ের পক্ষ ত্যাগ করেন?