যুক্তিবাক্যের সংযোজক কোন কালের হয়?
পরফিরির মতে বিধেয়ক কত প্রকার?
ব্যক্ত্যর্থ ও জাতার্থের সম্পর্কটি কোন পদের ক্ষেত্রে প্রযোজ্য ?
রোকেয়া সাখাওয়াত হোসেন ১৮৮৮ সনের ৯ই ডিসেম্বর জন্মগ্রহণ করেন। এখানে জন্ম তারিখটি কোন ধরনের বিধেয়ক?
কোন গুণটি 'মানুষ' পদের উপলক্ষণ?
বিধেয়ক থাকে কোন ধরনের যুক্তিবাক্যে ?
অবরোহ অনুমান প্রধানত কত প্রকার ?
জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয়ে উত্তরণের প্রক্রিয়া কোনটি?
অনুমান হতে হলে যে বিষয়গুলো থাকতে হবে -
i. এক বা একাধিক জ্ঞাত বাক্য
ii. একটি অনুমিত থাকা
iii. তাদের মধ্যে অনিবার্য সম্বন্ধ
নিচের কোনটি সঠিক?
সকল মানুষ হ্যা মরণশীল।সুতরাং কোনো মানুষ নয় অমর। – এটি কোন প্রকারের অনুমান?
সব কাক হয় পাখি সব বক হয় পাখি।সুতরাং সব বক হয় কাক ।
যুক্তিটিতে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
কোন ধরনের যুক্তিবাক্যে বিধেয় পদ ব্যাপ্য?
যুক্তিবাক্যের প্রতিবর্তিত রূপ কোনটি?
সহানুমানে কয়টি পদ থাকে?
সার্বিক আশ্রয়বাক্য থেকে বিশেষ সিদ্ধান্ত অনুমিত হয় নিচের কোনটিতে?
“কারণ হলো সদর্থক ও নঞর্থক শর্তের সমষ্টি”-বলেছেন?
কার্যকারণ নীতি হল-
i. আরোহের একটি মৌলিক নিয়ম
ii.আরোহের আকারগত ভিত্তি
iii. আরোহের ফল
অনুমানের ক্ষেত্রে, প্রদত্ত বাক্যের সাথে অনুমিত নতুন বাক্যের সম্পর্ক-
আরোহের আকারগত ভিত্তি কত প্রকার?
সোহেলের উক্তিটি কোন ধরনের যুক্তিবাক্য?