যে বচন বা বাক্যে 'এবং' শব্দ ব্যবহার করে একাধিক বক্তব্য প্রকাশিত হয় তাকে বলে-
i. সংযোজক বাক্য
ii. যৌগিক বাক্য
iii. সরল বাক্য
নিচের কোনটি সঠিক?
প্রাকল্পিক ও বৈকল্পিক যোজকের প্রতীকের নাম হলো-
i. ফলা প্রতীক
ii. ঢেউ প্রতীক
iii. নাল প্রতীক
যে যৌগিক বাক্যে 'না, নয়' এবং 'হয়-না হয়' শব্দ দিয়ে একাধিক অঙ্গ বচনযুক্ত করা হয় তখন তাকে বলে-
i. সংযৌগিক বাক্য
ii. নিষেধক বাক্য
iii. বৈকল্পিক বাক্য
p ⊃ q বচনের সত্য সারণি উভয় অঙ্গ বচন F এবং TF হলে চূড়ান্ত স্তম্ভটি হবে যথাক্রমে-
i. F
ii. TF
iii. T
p = q এবং p v q বচন দুটির সত্য সারণির উভয় অঙ্গ বচন F হলে চূড়ান্ত স্তম্ভটি হবে যথাক্রমে-
i. T
ii. F
iii. T F
চের কোনটি সঠিক?
যদি তুমি পড়াশুনা কর, তবে তুমি পাস করবে। এটি কোন বাক্য?
লোকটি হয় সৎ, না হয় নির্বোধ। এটি কোন বাক্য?
সেলিম মেধাবী এবং জামিল মূর্খ। এটি কোন বাক্যে?
এটা সত্য নয় যে সাদেক পরিশ্রমী। এটা কোন বাক্য?
লিমন পাস করবে যদি এবং কেবল যদি সে ভালো পরীক্ষা দিয়ে থাকে- এটি কোন বাক্য?
শিক্ষার বিকাশ ও অগ্রগতিতে কিসের ভূমিকা অগ্রগণ্য?
যুক্তিবিদ্যা ও শিক্ষা উভয়-
i. মানুষকেন্দ্রিক
ii. মানুষের মঙ্গল কল্যাণের সাথে নিহিত
iii. উন্নতিসমূহের বিধানসমূহ প্রতিষ্ঠা করে
মানুষের বাস্তবজীবনের পরম চাওয়া কী?
বাস্তবজীবনকে বলা হয়-
i. ব্যবহারিক জীবন
ii. প্রায়োগিক জীবন
iii. তাত্ত্বিক জীবন
যুক্তিবিদ্যার আদি পিতা কে?
মানুষ চরিত্রগতভাবে-
i. নৈতিক
ii. বাস্তববাদী
iii. যুক্তিবাদী
যুক্তি পদ্ধতির প্রকারভেদ সর্বপ্রথম কে প্রণয়ন করেন?
এরিস্টটল সর্বপ্রথম লিপিবদ্ধ করেন-
i. ভুল যুক্তির প্রকারভেদ
ii. ভুল যুক্তি পরিহার করার পদ্ধতি
iii. যুক্তির পদ্ধতির প্রকারভেদ
'কেবল স্বাস্থ্যবিজ্ঞান পাঠ করলেই রোগহীন হওয়া যায় না'- উক্তিটির সাথে যুক্তির প্রায়োগিক সাদৃশ্য কিরূপ-
i. কেবল যুক্তিবিদ্যা পাঠ ছাড়াও মানুষ যুক্তিবিদ হতে পারে
ii. যুক্তিবিদ্যার পাঠ মানুষকে নির্ভুল করে না
iii. স্বাস্থ্যবিজ্ঞানের ন্যায় যুক্তিবিজ্ঞানও মানুষকে অমর করে রাখে
যুক্তি প্রদর্শনের ক্ষেত্রে বিশ্লেষণিকভাবে অনুসরণ করতে হয়-
i. যুক্তি ফলাফলকে
ii. যুক্তি পদ্ধতিকে
iii. যুক্তিকৌশলকে