যুক্তিবিদ্যা মানুষের বোধশক্তির ক্রিয়া সম্বন্দ্বে আলোচনা করে। কারণ-
i. সত্যকে আবিষ্কার করার জন্য
ii. সত্যকে অনুসরণ করার জন্য
iii. সবাইকে যুক্তিবাদী করার জন্য
নিচের কোনটি সঠিক?
নির্ভুল চিন্তার সাথে সংশ্লিষ্ট রীতিনীতির প্রকৃতি এবং প্রয়োগ সম্পর্কে ধারাবাহিক পর্যালোচনা করে কোন বিদ্যা?
শিক্ষা বলতে বোঝায়-
i. জ্ঞান অর্জন
ii. অভিজ্ঞতা অর্জন
iii. ব্যক্তিত্বের বিকাশ
অভ্যাস, মনোভাব, দক্ষতার বিকাশ এবং মানুষের সফল জীবনযাপনে সহায়তা করে-
i. জ্ঞান
ii. শিক্ষা
iii. আলো
শিক্ষা দর্শন অনুযায়ী 'শিক্ষা' বলতে বোঝায়-
i. মানব বিকাশ
ii. ব্যক্তিত্বের বিকাশ
iii. দিক-নির্দেশনা
যুক্তিবিদ্যা ও শিক্ষার মধ্যে সাদৃশ্য-
i. ব্যবহারিক
ii. তাত্ত্বিক
iii. অন্তর্নিহিত
লজিক সত্যে উপনীত হওয়ার জন্য প্রদান করে থাকে-
i. নৈতিক শিক্ষা
ii. সঠিক চিন্তা
iii. সঠিক নির্দেশ
যুক্তিবিদ্যার জ্ঞান প্রায়োগিক এবং ব্যবহারিক। কারণ-
i. যুক্তিবিদ্যা যুক্তিবাদী মানুষের যুক্তির ক্ষমতা এ পদ্ধতি সমূহকেই বিচার বিশ্লেষণ দ্বারা উন্নত ও সঠিক করার চেষ্টা করে
ii. যুক্তিবিদ্যা 'চিন্তাহীন' ও 'যুক্তিমূল্য' মানুষের মধ্যে চিন্তা ও যুক্তি সৃষ্টি করে
iii. যুক্তিবিদ্যা মানুষের চিন্তন প্রক্রিয়াকে যুক্তি কৌশল ও যুক্তিচিন্তনের মাধ্যমে শানিত করে
শিক্ষা দর্শন অনুযায়ী 'শিক্ষা' বলতে কয়টি ধারণাকে বোঝায়?
সেনাবিভাগে শিক্ষার ধরন-
ii. প্রায়োগিক
iii. তাত্ত্বিক
'শিক্ষার উদ্দেশ্য মনুষ্যত্ব অর্জন'- মনুষ্যত্বের জন্য প্রয়োজন-
i. নীতিবিদ্যার অধ্যয়ন
ii. যুক্তিবিদ্যার চর্চা
iii. মনোবিজ্ঞানের চর্চা
হযরত আব্দুল কাদের জিলানি (রহ) একটি সত্য কথা বলার জন্য ডাকাতদের হাত থেকে মুক্তি পেয়েছিলেন। উক্ত ঘটনা থেকে আমরা যৌক্তিকভাবে কী শিক্ষা পাই?
রফিক সাহেবের বাসটি কেন থামানো হয়েছে?
রফিক সাহেবের বাসটি কখন চলা শুরু করবে?
প্রতীক কী?
কোনটি ঠিক উত্তরের প্রতীক?
গাড়িতে লাল রঙের '+' চিহ্ন কিসের প্রতীক?
রাস্তায় 'লাল বাতি' কিসের প্রতীক?
+, -, ×, ÷ ইত্যাদি চিহ্ন কোন শাস্ত্রে ব্যবহৃত হয়?
A, B, C, X, Y, Z-কে কী প্রতীক হিসেবে ব্যবহার করা হয়?