নিয়মসংক্রান্ত প্রকল্পের ক্ষেত্রে উপযুক্ত তথ্য হলো-
i. মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার হয়েছে নিয়ম সংক্রান্ত প্রকল্পের মাধ্যমে
ii. ঘটনাটি কোন নিয়মে ঘটেছে তা জানার জন্য নিয়মসংক্রান্ত প্রকল্প
iii. টেবিলে রাখা ঘড়ি চুরি হলে চুরির পদ্ধতি জানার জন্য নিয়মসংক্রান্ত প্রকল্প গ্রহণ করা হয়
নিচের কোনটি সঠিক?
প্রকল্পের ধারণাটি হয়-
i. আনুমানিক
ii. নিশ্চিত
iii. জটিল
জয়নুল প্রকল্পের উৎস হিসেবে 'ক' ও 'খ' উপায়ের কথা বলেছেন। 'ক' ও 'খ' কোনটিকে নির্দেশ করে?
i. সরল গণনামূলক আরোহ
ii. সরল আবর্তন
iii. সিদ্ধান্ত স্থাপন
তাসলিমা প্রকল্পের অন্যতম প্রমাণ তার অনন্যসাধারণ প্রকৃতির কথা বলছিল। এ সম্পর্কে আরও বলা যায়-
i. প্রকল্পটি তার সমকক্ষ অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রকল্পকে অপ্রমাণ করবে
ii. প্রকল্পটি সরাসরি পরীক্ষা করা যায় না
iii. প্রকল্পটি বিশেষ কোনো দৃষ্টান্ত স্থাপন করতে হয়
ঘটনার মূলে নিহিত কারণকে সহজে না পাওয়ার যৌক্তিকতা হচ্ছে-
i. কারণটি সমজাতীয় অনেক ঘটনার সাথে মিশ্রিত থাকে
ii. অধিক সম্ভাবনাপূর্ণ প্রকল্প গ্রহণ করতে ব্যর্থ হওয়া
iii. প্রকল্প গ্রহণ না করা
"প্রকল্প হলো ব্যাখ্যা করার প্রচেষ্টা" এ কথা বলেছেন-
i. যুক্তিবিদ মিল
ii. কার্ভেথ রিড
iii. যুক্তিবিদ কফি