যুক্তিবিদ্যার পরিসরভুক্ত-
i. আকারগত সত্যতা
ii. অনুমান
iii. বস্তুগত সত্যতা
নিচের কোনটি সঠিক?
পরীক্ষণ কার্য পরিচালনার জন্য প্রাথমিক পর্বে যে আনুমানিক ধারণা গঠন করা হয়, সেটা হলো-
i. অবধারণ
ii. প্রকল্প
iii. নকশা
আমাদের চিন্তার ভাষাগত রূপ হিসাবে যুক্তিবিদ্যা যেসব নিয়ে আলোচনা করে-
i. বাক্য
ii. শব্দ
iii. পদ
যুক্তিবিদ্যার চিন্তন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-
i. ভাবের আদান-প্রদান করতে
ii. অন্যের সঙ্গে যোগাযোগ করতে
iii. পরিধি এবং বিষয়বস্তুর সামগ্রিক বিষয়কে তুলে ধরতে
যুক্তিবিদ্যার সঙ্গে বিজ্ঞানের মিল পাওয়া যায়-
i. কার্যকারণ নীতির
ii. প্রকৃতির একানুবর্তিতা নীতির
iii. পরীক্ষা নীতির
উদ্দীপকের অপরাজেয় বাংলা, রাজু ভাস্কর্য প্রভৃতির মাধ্যমে প্রকাশ পায়-
i. সৃজনশীলতা
ii. নান্দনিক মাধুর্য
iii. শিল্পশৈলী
যুক্তিবিদ্যাকে কলা ও বিজ্ঞান উভয় শাস্ত্রভুক্ত করার কারণ-
i. কলা ও বিজ্ঞান উভয়ের প্রয়োগ পদ্ধতি অভিন্ন
ii . যে বিজ্ঞান কোনো উদ্দেশ্য সাধন করে তা নিষ্ফলা
iii. যে কলা বিজ্ঞানের ওপর প্রতিষ্ঠিত নয় তা অন্ধ
যুক্তিবিদ্যা হলো-
i. সকল বিজ্ঞানের মৌলসূত্র ও নিয়মাবলি সরবরাহের বিজ্ঞান
ii. আদর্শনিষ্ঠ বিজ্ঞান
iii. প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমান করার বিজ্ঞান
এই যুক্তিবিদের সংজ্ঞায় বৈশিষ্ট্যগুলো হলো-
i. যুক্তিবিদ্যা একটি পদ্ধতি বা নীতি
ii. যুক্তিবিদ্যা অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করে
iii. যুক্তিবিদ্যা অবৈধ থেকে বৈধ যুক্তিকে পৃথক করার একটি পদ্ধতি